মঙ্গলকোটে মঙ্গলচণ্ডী পুজোয় পুলিশের জলছত্র

Spread the love

পারিজাত মোল্লা – মঙ্গলকোট

হিন্দুশাস্ত্রে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এক অতিপরিচিত ধর্মীয় মিলনস্থল।আঞ্চলিক গবেষক ও বর্ষীয়ান সাংবাদিক রণদেব মুখার্জি জানান -“‘মনসামঙ্গল কাব্যে বর্ণিত উজানীনগর কে যেমন পাওয়া যায়, ঠিক তেমনি সতিপীঠ খ্যাত দুটি জাগ্রত মন্দির রয়েছে এখানে”। গত শুক্রবার এবং শনিবার দুদিন ব্যাপী মঙ্গলচণ্ডী পুজো চলে মঙ্গলকোটের অজয় নদের উপকূলে থাকা পুরাতনহাটে।এই মেলায় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এর পাশাপাশি কেতুগ্রাম – আউশগ্রাম – কাটোয়া – ভাতাড় – মন্তেশ্বর এলাকার মানুষজন যেমন ভীড় জমান, ঠিক তেমনি অজয়ের ওপারে থাকা বীরভূমের নানুর এলাকার মানুষজন আসেন এখানে পুজো দিতে। চল্লিশ হাজারের বেশি ধর্মপ্রাণ মানুষদের ভীড়ে অনেকেই তৃষ্ণার জন্য এদিক সেদিক ঘুরাঘুরি করে থাকে ।ঠিক তখনই স্থানীয় মঙ্গলকোট থানার পুলিশ জলছত্রের মাধ্যমে হাজার হাজার তৃষ্ণার্ত মানুষদের শরবত – ঠান্ডাজল খাইয়ে একটু স্বস্তি এনে দেয়। স্থানীয় জনপ্রিয় বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট থানার আইসি শ্রী মধুসূদন ঘোষ, উপপ্রধান রহিম মল্লিক প্রমুখ ছিলেন ৩০০ বছরের প্রাচীন মঙ্গলচণ্ডীর পুজো সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে।

More From Author

লাইন্স ক্লাব অফ ম্যাগনেট থেকে ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড জিতলেন ডঃ সঙ্গীতা ঝা

Kutchina Foundation Marks 10 Years of Empowering Women Changemakers Across india

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *