নিজস্ব প্রতিনিধি –
‘Hello Kolkata’ (3D News, Events, PR & Films), Lions Club Kolkata MAGNATES এবং ROTARY Club of Kasba-র উদ্যোগে নৃত্যগাথার এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
নৃত্যগাথার ছোট্ট ছোট্ট শিল্পীরা নাচ, কবিতা ও আঁকার মাধ্যমে তাদের প্রতিভার অনন্য প্রদর্শন করে সকলকে মুগ্ধ করেছে।
সার্টিফিকেট ও refreshments দেওয়া হয় প্রতিটি অংশগ্রহণকারীকে, আর Best Performers-দের হাতে তুলে দেওয়া হয় বিশেষ Medals।
বিজয়ীদের নাম:

আঁকায় প্রথম: সাজিদ রহমান
নাচে প্রথম: মুস্কান, সুরাইয়া
ইংরেজি কবিতায় প্রথম: রিফা ও আয়ান
বাংলায় কবিতায় প্রথম: আফরিনা
মনিটরিং কার্যকলাপে বিশেষ সম্মাননা: আবিরুল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা বিবি মহাশয়া (শিশু ও নারী কল্যাণ, জেলা পরিষদ, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত) এবং পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত সদস্যা রুমা বিশ্বাস।
সাদর অভ্যর্থনা জানানো হয়েছিল সমাজসেবী তপন কুমার মুখার্জি এবং গোপাল চন্দ্র ব্যানার্জি মহাশয়কে।
উপস্থিত ছিলেন নৃত্যগাথার পরিচালন সমিতি প্রধান

আসিয়া খাতুন, সদস্য রুমা, সৃজনী, এবং নৃত্যগাথার কর্ণধার শিল্পা মুখার্জি এবং সহ-প্রতিষ্ঠাতা ইন্দ্রনীল মুখার্জি।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রাবন্তী নস্কর। ইন্দ্রনীল মুখার্জি বিশেষ ধন্যবাদ জানায় Hello Kolkata-র কর্ণধার আশিষ বসাক মহাশয়কে—তাঁর একান্ত সহযোগিতা ছাড়া এই সুন্দর অনুষ্ঠান সম্ভব হতো না। নৃত্যগাথার ছোট্ট শিল্পীদের স্বপ্ন ও সাধনার এই দিনটি সত্যিই সকলের মনে থাকবে চিরস্মরণীয়!