ভারত সেবাশ্রম সংঘ কলকাতা শাখার উদ্যোগে জলমগ্ন কলকাতায় রান্না করা খাবার বিতরণ শুরু করল

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

টানা বর্ষণ এবং ভরা কোটালের জেরে গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় গোটা কলকাতা শহর কার্যত জলমগ্ন। বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ও সেই জলের কবলে । রান্নাঘর থেকে আশ্রম প্রাঙ্গণ সর্বত্র জল থইথই। তবুও থেমে থাকেনি মানবসেবার কাজ। জমা জলের মধ্যেই বড় বড় হাঁড়িতে খিচুড়ি

রান্না শুরু করেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকেরা। সকাল থেকেই ট্রলি ভ্যানে করে সেই খিচুড়ি নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন কলকাতার বিভিন্ন জলমগ্ন এলাকায়। আটকে পড়া ও দুর্গত মানুষদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণের খাবার।


সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ নিজে ত্রাণ কার্য পরিচালনা করছেন। তিনি বলেন, “কোটালের কারণে জল দ্রুত নামছে না। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয়, ততদিন দুর্গত মানুষদের জন্য আমাদের সেবাকার্য অব্যাহত থাকবে।”
শহরজুড়ে দুর্দিনে ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ।

More From Author

ব্যতিক্রমী পুজোর খোঁজে শুরু হল সেরা পুজো বাছাই পরিক্রমা উৎকর্ষে আরোহন’ শারদ সম্মান – ২০২৫

রিগাল নেক্সাস এর নিবেদনে ঐতিহ্যবাহী সংস্থা সন্ধ্যা প্রকাশন এর আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতির আড্ডা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *