রিগাল নেক্সাস এর নিবেদনে ঐতিহ্যবাহী সংস্থা সন্ধ্যা প্রকাশন এর আয়োজনে অনুষ্ঠিত হলো সাহিত্য ও সংস্কৃতির আড্ডা

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রিগাল নেক্সাস এর নিবেদনে এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সংস্থা সন্ধ্যা প্রকাশন এর আয়োজনে ২২ সেপ্টেম্বর এক দারুণ জমজমাট সাহিত্য ও সংস্কৃতির আড্ডা জমে উঠলো কলকাতার ওয়াই এম সি এ সাভাঘরে । শুধুই আড্ডা নয় এদিন সন্ধ্যা প্রকাশন এর পক্ষ থেকে এই সময়ের প্রায় ১৫ জন নতুন লেখকের বিভিন্ন বিষয় ভিত্তিক সৃজনশীল বই প্রকাশিত হলো। প্রখ্যাত কথা সাহিত্যিক নলিনী বেরা,বিশিষ্ট পাঞ্জাবী গবেষক লেখক ও সংগঠক শ্রী এস পি সিং ,নেতাজী গবেষক মৈত্রীর

বসুর হাত দিয়ে বই গুলো প্রকাশিত হয়। এদিন রিগাল নেক্সাস এর পক্ষ থেকে বাংলার সাহিত্য মুকুট সম্মানে ভূষিত করা হলো এই সময়ের এক বরিষ্ঠ প্রতিবাদী লেখক শ্রী শ্যামল রায় চৌধুরী কে। এদিন সন্ধ্যা প্রকাশন ও রিগাল নেক্সাস এর কর্ণধার শংকর দত্তর এই ধরনের কাজের প্রশংসা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। শংকর বাবু বলেন,শুধুই বইমেলা নয় , পয়লা বৈশাখে এবং পুজোর আগে নতুন বই প্রকাশের রাওয়াজ আগেই ছিলো। সেটাকে আবার নতুন ভাবে ফিরিয়ে এনে মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়াতে এই উদ্যোগ। তিনি আরো জানান রিগাল

নেক্সাস আগামী দিনে আরও নতুন নতুন ইভেন্ট এর কাজ করার উদ্যোগ নিয়েছে,যেখানে শুধুই কর্পোরেট জগৎ নয়,নতুন প্রজন্মের অনামী লেখক শিল্পী দের তুলে ধরাই তাঁদের মুল লক্ষ্য একই সঙ্গে এদিন নেতাজী গবেষক মৈত্রেয়ী বসু সম্পাদিত ” জাগৃহি ” পত্রিকার শারদ সংখ্যার ও উদ্বোধন হয়। সার্বিক ভাবে কবিতা ,গান কথায় এদিনের অনুষ্ঠান ছিলো দারুণ জমজমাট।

More From Author

ভারত সেবাশ্রম সংঘ কলকাতা শাখার উদ্যোগে জলমগ্ন কলকাতায় রান্না করা খাবার বিতরণ শুরু করল

উইনজো বিশ্বের প্রথম গ্লোবাল শর্ট ড্রামা চ্যাম্পিয়নশিপ লঞ্চ করলো – ভারতীয় গল্প বলার বিশ্ব মঞ্চে স্থান করে দিচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *