অনুষ্ঠিত হয়ে গেল পুষ্পাঞ্জলী শারদ সম্মান- ২০২৫

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পুষ্পাঞ্জলী শারদ সম্মান ২০২৫ আয়োজক সূর্য পরিবার। এত বৃষ্টি বাধা সত্বেও তারা পুজো পরিক্রমা করলো এবং পুরো কলকাতার পুজোর প্যান্ডেল ঘুরে ৯টি পুজো প্যান্ডেলকে বেছে নিলেন শারদ সম্মান দেওয়ার জন্য।

এই অসাধারণ ৯টি পুজো প্যান্ডেলকে বাম্পার পুরষ্কার প্রদানের মাধ্যমে যাত্রা শেষ করে। এই ৯টা পুজো প্যান্ডেলের মধ্যে জুরি প্যানেলকে যে প্যান্ডেলটি সবথেকে বেশি আকর্ষিত করে সেটি হল হিন্দুস্তান পার্ক সার্বজনীন।

হিন্দুস্তান পার্ক সার্বোজনীন এর অহেলি দাসকে তার অসাধারণ আত্মবিশ্বাস এবং নিষ্ঠার জন্য মর্যাদাপূর্ণ শারদ অনন্যা উপাধিতে ভূষিত করেন এই জুড়ি প্যানেল। ৯টি পূুজো প্যান্ডেলকে বেছে নিতে যে জুড়ী প্যানেল ছিলেন তারা হলেন ইন্দ্রানী রায় এবং

অরিন্দ্রজিৎ রায়। পুরস্কার প্রদানের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন রাজস্ব দপ্তরের যুগ্ম কমিশনার এবং বিখ্যাত ফটো আর্টিস্ট অনুপম হালদার,সিদ্ধার্থ সেন,আইকনিকের ডিরেক্টর সাথী সরকার এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা।
শারদ পুষ্পাঞ্জলী ২০২৫ উদযাপন কেবল পুরষ্কারের জন্য ছিল না, বরং ঐতিহ্য, সংস্কৃতি এবং দুর্গাপূজার চেতনাকে সম্মান জানানোর জন্যও ছিল।

More From Author

East India’s Largest Dussehra Festival Lights Up Central Park with 60Ft Ravana Dahan and Ras Garba Night

ILEAD Hosts Renowned Textile Expert – Sir John Gillow to Promote Indian Art and Craft

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *