নিজস্ব প্রতিনিধি –
সিদ্ধিবেড়িয়া প্রণবানন্দ গ্রামীণ সেবাকেন্দ্রের উদ্যোগে দুর্গাপূজায় সামাজিক দায়বদ্ধতা পালন করতে গরিব ও দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলপীর বিধায়ক যোগরঞ্জন হালদার,ব্লক সমষ্টি

উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্ত, কুলপী থানার ওসি জাহাঙ্গীর আলি, দক্ষিণ ২৪ পরগনা জেলাপরিষদের নারী ও শিশু কর্মাধক্ষ্যা শচিরানী নস্কর, অ্যাডভোকেট তপন কুমার বিশ্বাস,কুলপি ব্লক পঞ্চায়েত সভাপতি প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বেহালা প্যারিস পাড়া ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ খোকন মহারাজ

প্রায় ৮৫০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের সহযোগিতায়। অনুষ্ঠান পরিচালনা করেন সঙ্ঘের সদস্য সতীনাথ হালদার।