কলকাতার ঐতিহ্যবাহী টাউন হলে উদ্বোধন হলো ‘চেস ফর ইয়ুথ’-এর ১৫তম সংস্করণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

তরুণ দাবাড়ুদের প্রতিভা বিকাশে এক অসাধারণ উদ্যোগ হিসাবে ৩১ অক্টোবর ২০২৫ কলকাতার ঐতিহ্যবাহী টাউন হলে উদ্বোধন হলো ‘চেস ফর ইয়ুথ’-এর ১৫তম সংস্করণ। আয়োজনে রয়েছে ধনুকা ধুনসেরি দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি ও অলস্পোর্ট ফাউন্ডেশন। প্রতিযোগিতা চলবে আগামী ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশের ২৫০টিরও বেশি স্কুলের প্রায় ৬৭০ জন তরুণ দাবাড়ু। তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে — জুনিয়র (আন্ডার ৬, ৮ ও ১০), সিনিয়র (আন্ডার ১২, ১৪ ও ১৬) এবং প্রিমিয়ার গ্রুপ (আন্ডার ২৫)।

প্রিমিয়ার গ্রুপে নাম লিখিয়েছেন দেশের শীর্ষ দাবাড়ুরা — গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহা, ইন্টারন্যাশনাল মাস্টার সৌহার্দ্য বসাক, রাজদীপ সরকার, সঙ্কেত চক্রবর্তী, শাহিল দে, সুভায়ন কুণ্ডু এবং উইমেন ইন্টারন্যাশনাল মাস্টার অর্পিতা মুখার্জি।

এই বিভাগে মোট ₹২,২০,০০০ টাকার নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে প্রথম পুরস্কার ₹৫০,০০০ ও চ্যাম্পিয়ন ট্রফি। জুনিয়র ও সিনিয়র গ্রুপের বিজয়ীদের মধ্যে মোট ১২০টি ট্রফি বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া, গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তা (কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়ন ও তিনবারের চেস ফর ইয়ুথ বিজয়ী – ২০০৭, ২০০৮, ২০০৯), মি. আনন্দ ধনুকা (চেয়ারম্যান, ধনুকা ধুনসেরি গ্রুপ), মি. সৌরভ দেব (অলস্পোর্ট ফাউন্ডেশনের ট্রাস্টি), মিস ফিনিক্স ধানুকা, IM সৌহার্দ্য বসাক, GM মিত্রভা গুহা, WIM অর্পিতা মুখার্জি, এবং রাজ্যের বিশিষ্ট দাবা প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকবৃন্দ।

More From Author

Bengali filmmaker Shibaji Dutta, who made his debut in 2024 with the film Khelaghar Bandhte Legechi Starring Joy Sengupta, Basab datta Chatterjee and Parthasarathi Deb gears up for Bollywood debut

ইউ,এম, পিই,এস, এল একটি টাটা এন্টারপ্রাইজ এবং  ইনফ্রাডিপ কনসোর্টিয়ামপোল্যান্ড আইএমই  ২০২৫ আন্তর্জাতিক খনন প্রদর্শনী তে কৌশলগত অংশী দারিত্ব স্থাপন করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *