“হাফ মুন এন্টারটেইনমেন্ট” এর ব্যানারে মুক্তি পেল দুটি মিউজিক ভিডিও এ্যালবাম

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

শিল্প-সংস্কৃতিপ্রেমীদের কাছে ঠিক এই সময়ই নতুন খবর নিয়ে এলো “হাফ মুন এন্টারটেইনমেন্ট।
এই প্রোডাকশন হাউজের দুটি ভিডিও অ্যালবাম এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশে আত্মপ্রকাশ করল।

গীতিকার, কাহিনীকার এবং পরিচালক রাজা ব্যানার্জি জানালেন, এই অ্যালবামে গানে লিপ দিয়েছেন কল্যাণী মন্ডল, ভাস্বর চ্যাটার্জি, কাঞ্চনা মৈত্র,

অরত্রিকা ব্যানার্জি, প্রার্থিব ব্যানার্জি প্রমূখ।রাজা ব্যানার্জীর লেখা গানগুলো শ্রোতারা শুনতে পাবেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী এবং এম তীর্থের কণ্ঠে।

ডকুমেন্টারি বা তথ্যচিত্র তৈরিতে নিজেদের প্রতিষ্ঠিত করার পর প্রযোজক শুভাশিস গাঙ্গুলী এবারে গানের অ্যালবাম তৈরিতে এগিয়ে এলেন। পাশে পেলেন একাধারে অভিনেতা এবং পরিচালক রাজা ব্যানার্জিকে। উল্লেখ করা যেতে পারে, প্রবাদপ্রতিম

অভিনেতা জ্ঞানেশ মুখার্জির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন রাজা। উপস্থিত শিল্পী এবং কলাকুশলীরা প্রত্যেকে আশাবাদী এই ভিডিও অ্যালবাম দুটির সফলতার পক্ষে।

More From Author

Bajaj Finance records 27% surge in festive loan volume; Advances Financial Inclusion as first-time borrowers form 52% of new-to-Bajaj Finance customers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *