“ইনটেনসিফায়েড” ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হলো কলকাতায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ভিক্টোরিয়া ইনস্টিটিউশন (কলেজ)-এর এন.এস.এস ইউনিট ও রেড রিবন ক্লাব-এর উদ্যোগে ৩১শে অক্টোবর আয়োজিত হয়েছে ‘ইনটেনসিফায়েড ক্যাম্পেইন ২০২৫’। রাজাবাজারের মোড়ে, সকাল ১১টা ৩০মিনিটে কলকাতা ট্রাফিক পুলিশের
উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়। ছাত্রীরা পথনাটিকার

মাধ্যমে সমাজে এইচ.আই.ভি ও এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক বার্তা তুলে ধরেছে । পুরো অনুষ্ঠানটি কলেজের অধ্যক্ষা ড. মৈত্রেয়ী রায় কাঞ্জিলাল এর নেতৃত্বে ও এন.এস.এস ইউনিটের সাথে যুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি প্রণতি ঠাকুর,এছাড়াও উপস্থিত ছিলেন ড.জয়ব্রতী মুখার্জী, সুপার লেডি ডাফরিন হসপিটাল,ড. তীর্থঙ্কর দেবনাথ, সুপার, আর আহমেদ ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল, শ্রী জয়জিৎ ব্যানার্জি, অ্যাসিস্টেন্ট কমিশনার অফ পুলিশ, ট্রাফিক এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা।

More From Author

IndusInd International Holdings and Invesco complete formation of asset management joint venture in India

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয় উদযাপন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *