লাইন্স ক্লাব অফ ম্যাগনেট থেকে ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড জিতলেন ডঃ সঙ্গীতা ঝা

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

আইআইএম কলকাতা, ভিয়েনা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন অসাধারণ প্রাক্তন ছাত্রী ডঃ সঙ্গীতা ঝা একজন বিখ্যাত কর্পোরেট উপদেষ্টা এবং সামাজিক উদ্যোক্তা।
তিনি কাস্টমিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং অদ্বৈত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-পরিচালক।
দূরদর্শী সঙ্গীতা “ঋতুকালীন দারিদ্র্য দূরীকরণ” এবং ভারতের প্রতিটি মহিলার জন্য ঋতুস্রাবের অধিকার নিশ্চিত করার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন।
তার অসাধারণ এবং ধারাবাহিক সামাজিক প্রভাব বিস্তারকারী উদ্যোগের জন্য, ডঃ সঙ্গীতা ঝা WOMEN EMPOWERMENT ICON AWAR 2025 এর একজন ন্যায্য বিজয়ী ছিলেন।
৯ মার্চ LA GRACIAS ক্যাফেতে এক জমকালো নারী দিবস উদযাপনের সময় LIONS CLUB OF Kolkata MAGNATES এর সভাপতি আশিস বসাক তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করেন।

More From Author

ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে পাণ্ডুলিপি সংরক্ষণ ও গবেষণায় সাহায্য করতে আইআইটি মাণ্ডির সঙ্গে সমঝোতা

মঙ্গলকোটে মঙ্গলচণ্ডী পুজোয় পুলিশের জলছত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *