দীঘা জগন্নাথ ধামের ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুল দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

আগামী রথযাত্রায় আগে ঘরে ঘরে পৌঁছে যাবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণের দীঘা সৈকতের জগন্নাথ মন্দিরের ছবি এবং প্রসাদ। সেই ছবি পশ্চিমবঙ্গ বিধানসভায় মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উপহার স্বরূপ তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে । এই ছবি পেয়ে মাননীয়া ভীষণই আপ্লুত এবং আনন্দিত হন। আলোকিত মন্দিরের সন্ধ্যাকালীন এক অপরূপ দৃশ্য এই ছবিতে ধরা পড়েছে। ছবিটি তুলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার চিত্র সাংবাদিক সুবল সাহা। তিনি মুখ্যমন্ত্রীর আশীর্বাদ গ্রহণ করলেন এবং অধ্যক্ষের ঘরে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকল মন্ত্রী সুজিত বসু, বিধানসভার সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ এই ছবির ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী, স্পিকারকে অনুরোধ করেন বিধানসভার সব বিধায়কে ছবিটি দেওয়ার জন্য। এছাড়া বিধানসভার লাইব্রেরী,আলিপুর জেল মিউজিয়াম ও নবান্নে এই ছবিটি প্রদর্শিত হবে বলে মুখ্যমন্ত্রী জানান। মাননীয় গ্রন্থাগারমন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী বলেন পশ্চিমবঙ্গ সেন্ট্রাল লাইব্রেরীতেও ছবিটি রাখা হবে। উল্লেখ্য ছবিটি কয়েকদিন আগে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ দমদম আয়োজিত আর্ট ফটোগ্রাফি এক্সিবিশনে গগনেন্দ্র প্রদর্শনীশালায় প্রদর্শিত হয়েছিল। উদ্বোধক ও প্রাক্তন বিচারপতি অসীম কুমার ব্যানার্জি সহ বহু দর্শক ছবিটির প্রশংসা করেন।

More From Author

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শাহেনশা ই হিন্দুস্তান অনুষ্ঠিত হলো

ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল ঘরে অনুষ্ঠিত হলো কর বিষয়ক সেমিনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *