ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল ঘরে অনুষ্ঠিত হলো কর বিষয়ক সেমিনার

Spread the love

পারিজাত মোল্লা –

সম্প্রতি কলিকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আয়োজিত হল জি এস টি ও ইনকাম ট‍্যাক্স সংক্রান্ত সারাদিন ব‍্যাপী এক সেমিনার। আয়োজনে কমার্শিয়াল ট‍্যাক্সেস বার এ‍্যাসোসিয়েশন।সভাপতি আইনজীবী শ্রী অলোক ঘোষ এর বক্তব‍্য দিয়ে শুরু হয় এই সেমিনার। বার কাউন্সিলের সদস‍্য ও সি টি বি এ র প্রাক্তন সেক্রেটারি শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় তাঁর বক্তব্যের মাধ‍্যমে সকল প্রবীন সদস‍্যদের ও স্বর্গত সদস‍্যদের নাম উল্লেখ করে তাঁদের অবদানের কথা উল্লেখ করেন ও তাঁদের প্রণাম জানান।সংস্থার বর্তমান সেক্রেটারি শ্রী শক্তি পদ দে সংস্থার বর্তমান পরিস্থিতি র পর্যালোচনা করেন এবং অতিথি বর্গকে অভিনন্দন জানান। বিশেষ অতিথি প্রখ‍্যাত আইনজীবী শ্রী সজ্জন কুমার তুলসিয়ান , এন উই জে এস এর উপাচার্য শ্রী নির্মল কুমার চক্রবর্তী উপস্থিত প্রায় ৩৫০ জন ডেলিগেট এর উদ্দেশ্যে তাঁদের সুচিন্তিত বক্তব্য পেশ করেন। সি জি এস টির পূর্বাঞ্চল বিভাগের চীফ কমিশনার শ্রী শাঁওন কুমার , এস জি এস টির কমিশনার শ্রী দেবী প্রসাদ কারানাম এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী হিরন্ময় ভট্টাচার্য সুচিন্তিত বক্তব্য‍্য পেশ করে সকলের মন জয় করে নেন।শ্রী পীযূষ চক্রবর্তী ও এম এস

হুদার পরিচালনায় একটি বুলেটিন এর প্রকাশ হয় ।
ইন্দোর থেকে আগত বক্তা শ্রী রাজেশ মেহতা ক‍্যাপিটাল গেইনস ট‍্যাক্স নিয়ে তাঁর বক্তব‍্যে সকলের মন জয় করে নেন।পরবর্তী বক্তা ছিলেন শ্রী বিমল জৈন । সেমিনারে আগত সকল ডেলিগেট জি এস টির ওপর তাঁর সাবলীল বক্তব্যে শুনে মোহিত হয়ে যান। মডারেটর ছিলেন আইনজীবি শ্রী অভ্র মজুমদার । শেষভাগে জি এস টি নিয়ে আলোচনায় অংশ নেন সি জি এস টির এ‍্যাডিশনাল কমিশনার শ্রী রাজীব শঙ্কর সেনগুপ্ত ও আইনজীবি শ্রী অরূপ দাশগুপ্ত । সন্চালনায় ছিলেন আইনজীবি শ্রী সুমিত গুপ্ত।ধন‍্যবাদ জানান সহ সভাপতি শ্রী বিশ্বনাথ সরকার ।সহকারী সম্পাদক শ্রী সুমিত বিশ্বাস জানান সদস‍্য দেবাংশু সিনহা, শিবনাথ মুখোপাধ্যায় , প্রশান্ত ভাদুরী , দেবব্রত বসু, সুভাশিষ পোদ্দার ,শামসের আলম , সাকিল আহমেদ সহ বহু সদস‍্য সক্রিয় ভাবে এগিয়ে না এলে এই সেমিনার সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হত না। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ‍্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।

More From Author

দীঘা জগন্নাথ ধামের ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুল দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

“মণিপালসিগনা হেলথ ইনশিওরেন্স”পূর্ব ভারতে নিজেদের ফোকাস আরও জোরদার করল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *