নিজস্ব প্রতিনিধি –
ট্রাভেল এজেন্সি ট্রাভেলিক্সা র নতুন অফিস উদ্বোধনে উপস্থিত হলেন অভিনেতা আবির চ্যাটার্জী। বিশ্বব্যাপী ভ্রমণে বাঙালীকে আরও আগ্রহী করে তুলতেই নতুন এই সংস্থা শুরু করলেন শাশ্বতী ঘোষ। আর এই সংস্থার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করলেন আবির। নববর্ষে দক্ষিণ কলকাতায় তাদের নতুন অফিস উদ্বোধনে উপস্থিত

হয়ে সকলকে বাংলা নববর্ষের শুভকামনা তো জানালেনই, সঙ্গে আবির বললেন, “ট্রাভেলিক্সার সঙ্গে একটা নতুন যাত্রা শুরু করলাম । কাজের চাপে খুব বেশী বেড়াতে যাওয়া আমার হয় না, তবে ভ্রমণ পিপাসু বাঙালী নিশ্চয় এই ট্রাভেল এজেন্সির সঙ্গে অনেক অনেক ভ্রমণ করবেন, তাদের সকলকে অভিনন্দন; আর ট্রাভেলিক্সার সঙ্গে বেড়াতে যাওয়ার ইচ্ছা আমারও রইল ।”