নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তিনদিনের ভ্রমণ মেলায় সকলের নজর কারছে গো এভ্রিহোয়ার ও ট্রাভেলিক্সার দুটি স্টল

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দেখা মিলল লন্ডন বাসের । হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি । কলকাতাতে এক সময় চলত ডবল ডেকার বাস, তবে সেসব অতীত, তবে এবার ভ্রমণপিপাসু মানুষ দেখতে পেলেন লন্ডনের ডবল ডেকার বাস , সৌজন্যে সন্বুদ্ধ ঘোষের কোম্পানি গো এভ্রিহোয়ার । কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২৭-২৯ শে জুন অনুষ্ঠিত” টুরিস্ট স্পট” আর সেখানেই লন্ডন বাসের দেখা ট্যুর প্ল্যানার কোম্পানি গো এভ্রি হয়ারের তরফে।

কলকাতায় এবার ইগলু । হ্যাঁ, অবাক লাগলেও এটাই সত্যি । কলকাতার গরমের মধ্যেও এবার ভ্রমণপিপাসু মানুষ দেখতে পাচ্ছেন বরফের ইগলু, সৌজন্যে শাশ্বতি ঘোষের কোম্পানি ট্রাভেলিক্সা । কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২৭-২৯ শে জুন অনুষ্ঠিত হচ্ছে টুরিস্ট স্পট , আর সেখানেই ইগলুর দেখা মিলল ট্যুর প্ল্যানার কোম্পানি ট্রাভেলিক্সা র তরফে।

More From Author

রথ যাত্রার পূর্ণ দিনে কাঠামো পুজো সারলো “নব যুবক সংঘ” ফাটাকেষ্ট’ খ্যাত কালীপুজো কমিটি

Vasmol Honours Rath Yatra with a Sand Art Tribute and Launches Henna Crème Hair Colour

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *