রথ যাত্রার সন্ধ্যায় নতুন সাজে “রিনাস ক্রিয়েশন”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

লেক টাউনের পি-৮৬৭, ব্লক ‘এ’-তে অবস্থিত বুটিক ‘Rina’s Creation’ এবার নতুন সাজে ফিরল। সাত বছরের সফল যাত্রার পর শোরুমটি সম্প্রতি রিনোভেশন করে আরও আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে।

দোকানে পাওয়া যাচ্ছে ডিজাইনার শাড়ি, পাঞ্জাবি, ব্যাগ ও ইনডো-ওয়েস্টার্ন পোশাক, হোলসেল ও রিটেল— দুইভাবেই।

রথযাত্রার দিন নতুন রূপে শোরুমের উদযাপনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত ও অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী।

দোকানের কর্ণধার ইন্দ্রজিৎ ও অরুন্ধতী জানিয়েছেন, “নতুনভাবে সাজিয়ে কাস্টমারদের আরও ভালো অভিজ্ঞতা দিতে চাই।”

রিনাস ক্রিয়েশন এখন আরও আধুনিক ও আকর্ষণীয়।

More From Author

রথ যাত্রার পূর্ণ দিনে কাঠামো পুজো সারলো “নব যুবক সংঘ” ফাটাকেষ্ট’ খ্যাত কালীপুজো কমিটি

Vasmol Honours Rath Yatra with a Sand Art Tribute and Launches Henna Crème Hair Colour

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *