রথ যাত্রার পূর্ণ দিনে কাঠামো পুজো সারলো “নব যুবক সংঘ” ফাটাকেষ্ট’ খ্যাত কালীপুজো কমিটি

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পবিত্র রথযাত্রা-র পুণ্য তিথিতে কুমারটুলির অন্যতম মৃৎশিল্পী পিন্টু পাল-এর মূর্তি নির্মাণ কেন্দ্রে ‘ফাটাকেষ্ট’ খ্যাত কালীপুজোর কাঠামো পুজো সারল ‘নব যুবক সংঘ’।

‘নব যুবক সংঘ’-র তরফ থেকে মুখ্য আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক প্রবন্ধ রায় ওরফে ফান্টা জানিয়েছেন, “রথযাত্রার পবিত্র মুহূর্তে কাঠামো

পুজোর মাধ্যমে শুভারম্ভ হল ‘নব যুবক সংঘ’-র ৬৮ তম বর্ষের কালী প্রতিমার নির্মাণ কার্য।”

মৃৎশিল্পী পিন্টু পাল বলেছেন, “রীতি মেনেই ফাটাকেষ্ট খ্যাত কালী প্রতিমা নির্মিত হবে।”

কাঠামো পুজোর পবিত্র মুহূর্তে সংগঠনের সদস্যদের পাশাপাশি কুমারটুলিতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মোহনবাগান এথলেটিক ক্লাবের সহ সভাপতি কুনাল ঘোষ, কলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরোর অধ্যক্ষ সাধনা বোস, তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, বিশিষ্ট সমাজ অনির্বাণ সামন্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

More From Author

Global Life Coach Kavyal Sedanni Leads Empowering Healing Session in Kolkata

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তিনদিনের ভ্রমণ মেলায় সকলের নজর কারছে গো এভ্রিহোয়ার ও ট্রাভেলিক্সার দুটি স্টল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *