গো এভ্রিহয়্যার আয়োজিত বিশাল বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হলো রোটারি ক্লাবে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

গো এভ্রিহয়্যার আয়োজিত বিশাল বৈশাখী আড্ডায় উপস্থিত হয়ে বাঙালীকে বিদেশ ভ্রমণে উৎসাহিত করলেন অনির্বাণ ভট্টাচার্য ও ঈশা সাহা । এইদিন লক্ষ্মীছাড়া বাংলা ব্যান্ডের গাওয়া সংস্থার নতুন অ্যান্থেম গানের মিউজিক ভিডিওটিও প্রকাশ করা হয়; এই উপলক্ষে উপস্থিত ছিলেন লক্ষ্মীছাড়ার সদস্যরাও, এবং ভিডিওটির পরিচালক সৌরভ চক্রবর্তী । গানে গল্পে জাঁকজমক এই দিনে গো এভ্রিহয়্যার পরিবারের সঙ্গে যুক্ত সকল মানুষের জন্য উপহার ছিল দুর্নিবার সাহার গান ও । বৈশাখের শুরুতেই গান গল্পে ভরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপ্লুত অনির্বাণ ও ঈশা । গো এভ্রিহয়্যার এর ব্র্যান্ড অ্যাম্বসেডর অনির্বাণ ভট্টাচার্য জানান, “ বৈশাখ মানেই বাঙালীর কাছে নতুনের উদযাপন, এরকম একটা সময়ে সকলকে নিয়ে গো এভ্রিহয়্যার-এর এই যে বিশেষ বৈশাখী আয়োজন এটা প্রশংসনীয় । বাঙালী এমনিতেই ঘুরতে ভালোবাসে, তাদের সঙ্গে নিয়ে গো এভ্রিহয়্যার যে ভাবে বিশ্বভ্রমণে বাঙ্গালীকে উৎসাহী করে তুলছে, সেটা ভালোলাগার।

More From Author

Srijan Realty and Primus Senior Living Introduces Eastern India’s first Multigenerational Riverfront Livin

দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ভয়াল ভূস্বর্গ’ ২৭ এপ্রিল রবিবার আজ রাত ১০ টায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *