নিজস্ব প্রতিনিধি –
গো এভ্রিহয়্যার আয়োজিত বিশাল বৈশাখী আড্ডায় উপস্থিত হয়ে বাঙালীকে বিদেশ ভ্রমণে উৎসাহিত করলেন অনির্বাণ ভট্টাচার্য ও ঈশা সাহা । এইদিন লক্ষ্মীছাড়া বাংলা ব্যান্ডের গাওয়া সংস্থার নতুন অ্যান্থেম গানের মিউজিক ভিডিওটিও প্রকাশ করা হয়; এই উপলক্ষে উপস্থিত ছিলেন লক্ষ্মীছাড়ার সদস্যরাও, এবং ভিডিওটির পরিচালক সৌরভ চক্রবর্তী । গানে গল্পে জাঁকজমক এই দিনে গো এভ্রিহয়্যার পরিবারের সঙ্গে যুক্ত সকল মানুষের জন্য উপহার ছিল দুর্নিবার সাহার গান ও । বৈশাখের শুরুতেই গান গল্পে ভরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপ্লুত অনির্বাণ ও ঈশা । গো এভ্রিহয়্যার এর ব্র্যান্ড অ্যাম্বসেডর অনির্বাণ ভট্টাচার্য জানান, “ বৈশাখ মানেই বাঙালীর কাছে নতুনের উদযাপন, এরকম একটা সময়ে সকলকে নিয়ে গো এভ্রিহয়্যার-এর এই যে বিশেষ বৈশাখী আয়োজন এটা প্রশংসনীয় । বাঙালী এমনিতেই ঘুরতে ভালোবাসে, তাদের সঙ্গে নিয়ে গো এভ্রিহয়্যার যে ভাবে বিশ্বভ্রমণে বাঙ্গালীকে উৎসাহী করে তুলছে, সেটা ভালোলাগার।



