নিজস্ব প্রতিনিধি –
গোয়াতে এক জনপ্রিয় ফ্যাশন উপস্থিত হয়েছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার রাইকিশোরী তিনি জানিয়েছেন এর আগেও তিনি গোয়াতে ফ্যাশন শো করেছে তবে এটি তার চতুর্থবার গোয়াতে বহু বিদেশি পর্যটক আসে এবং তাদের কাছে বেঙ্গলি মাইথোলজি কে তুলে ধরাই ছিল এবারের প্রচেষ্টা তাই মহাভারত থিম কে নতুন আঙ্গিকে পরিবেশিত করল রাই কিশোরী কালেকশনের কর্ণধার শ্যাম সুন্দর বসু

বেঙ্গলি ট্রাডিশনাল ধুতির সাথে ভারী গয়না সংমিশ্রনে লাল রঙের কালার প্যালেটে তুলে ধরেছিলেন এই মহাভারত থিম। তিনি জানান মঞ্চ থেকে নাবার পরে এত মানুষের করতালি এত মানুষের প্রশংসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে

বর্তমানে তিনি একটি নতুন ad agency খুলেছেন সেখান থেকেই এই শোতে বহু নতুন প্রতিভাদের সুযোগ দিয়েছেন রাই কিশোরী। পুনে মহারাষ্ট্র সাঁতারা বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন মডেলরা এসেছিলেন রাইকিশোরীর সাথে রাম্পে হাঁটার জন্য।