IMG 20251223 WA0060

অনুষ্ঠিত হলো অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২০২৫

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে গত ২০ ডিসেম্বর লেকটাউন মুক্ত মঞ্চে পাঁচ রাজ্যের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত হল শের ই হিন্দুস্থান আয়রন লিফটিং যোগা ড্যান্স এন্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ -২০২৫। এই চ্যাম্পিয়নশিপটি বডি ক্রাফট এন্ড আয়রন লিফটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং আর্ম ফাইটিং ফেডারেশন অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। সহায়তায় ইন্ডিয়ান আয়রন লিফটিং ফেডারেশন। সারাদিন ব্যাপী চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও আসাম রাজ্য মিলিয়ে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান মঞ্চে বিশ্ব খেতাবজয়ী অনির্বাণ ব্যানার্জি সহ সৌরভ দে, শুকদেব মন্ডল ও শ্রীমন্ত মন্ডল এর হাতে দোনাচার্য সন্মান তুলে দিয়ে সন্মানিত করা হয়। সকল

1000474331

প্রতিযোগীদের হাতে লৌহ মানব এওয়ার্ড তুলে দেন উপস্থিত অতিথিগণ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অমল কাঁড়ার, মিলন ঘোষ, পার্থ চন্দ, সাংবাদিক গোপাল দেবনাথ, সুকুমার দাস, পৃথা চন্দ, রতন সাহা, নন্দন দেবনাথ, শ্বেতা দুবে, গৌরাঙ্গ চক্রবর্তী। টিম চ্যাম্পিয়ন ফ্যালকন ফিটনেস। টিম রানার্স দা গোল্ডেন বিস্ট। হাইয়েস্ট স্কোরার সৌরভ দাস। স্ট্রং ম্যান অনির্বাণ মাল। এবারের শের ই হিন্দুস্থান টাইটেল জয়ী শুকদেব মন্ডল, সৌরভ দাস এবং দেব কুন্ডু। আর্ম ফাইটিং এ চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স এর খেতাব জিতে নেন উদয়ন দত্ত। এই প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে অফিসিয়াল টিম এর আমিশা রাজ , অনির্বাণ। আয়েশা, সৌজন্য ধর, অমর, মহেশ্বরি ও শীতল। সমগ্র চ্যাম্পিয়নশিপটি সুচারুভাবে পরিচালনা করেন বলিউড ও টলিউডের বিশিষ্ট অভিনেতা এবং বডি বিল্ডার অশোকরাজ। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন আমাদের সংস্থা এই বছর ১৪টি প্রতিযোগিতা আয়োজন করতে সক্ষম হয়েছে। আমরা জেলাস্তর থেকে থেকে শুরু করে রাজ্যস্তর সেইসাথে জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজন করেছি। সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতায় বর্ষব্যাপী এই প্রতিযোগিতা সফল করা সম্ভবপর হয়েছে। 

More From Author

IMG 20251222 WA0000(1)

134 Aakash Students Shine at the National Level by Qualifying for INMO

IMG 20251224 WA0101

Reliance Digital becomes Santa – announces exclusive offers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *