“আজও উত্তম” আয়োজনে “সৃষ্টি ড্যান্স একাডেমি”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

“সৃষ্টি ড্যান্স একাডেমির প্রতিষ্ঠাতা ইন্দ্রানী গাঙ্গুলি পরিচালিত “আজও উত্তম”শীর্ষক ৩১ জুলাই ২০২৫ কলকাতার “দ্য পার্ক প্রাইম হোটেলে” একটি হৃদয়গ্রাহী এবং অর্থপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হল।
যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুপম হালদার ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)যুগ্ম রাজস্ব কমিশনার পশ্চিমবঙ্গ সরকার
এবং অন্তর্জাতিক আলোকচিত্র শিল্পী। এছাড়া ভারতের বিখ্যাত অভিনেত্রী মাধবী মুখার্জি, লিলি চক্রবর্তী এবং তপতি ভট্টাচার্যের মতো কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতি ছিলো আলোকউজ্জ্বল। এদিন উপস্থিত ছিলেন অভিনেতা শঙ্কর ঘোষ, সাধন বাগচী, এবং সতীনাথ মুখোপাধ্যায়। অন্যান্য প্রতিভাবান এবং সহানুভূতিশীল ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই অনুষ্ঠান আলোক উষ্ণতায় ভরে ওঠে। অনুষ্ঠানটি ট্রান্সজেন্ডার ব্যক্তি, বিশেষভাবে সক্ষম শিশু এবং অ্যাসিড আক্রমণের শিকার ব্যক্তিদের সমর্থনে অনুষ্ঠিত হয়। তাদের সাহস, মর্যাদা এবং তাদের প্রতিদিনের পথচলাকে সম্মান জানায়।
অনুষ্ঠানের বিষয়ে অনুপমবাবু জানান, শৈশবে স্কুলে

পড়ার সময়ে উত্তম কুমারের অভিনীত ছবি দেখে বড়ো হওয়া। পাড়ার আড্ডায় তাঁর অনুকরণ করার চেষ্টা করেছি বন্ধুদের সামনে। উনি তো শুধু মহানায়ক নন। উনি বাঙালির জীবনে ওতোপ্রতো ভাবে জড়িত। তাঁর অভিনীত ছবি দেখে বাঙালি অন্য ধারায় ভাবতে শিখেছে।
অনুষ্ঠানের উদ্যোক্তা ইন্দ্রানী গাঙ্গুলী বলেন, শুধু বাংলা চলচ্চিত্র নয় সারা পৃথিবীর মানুষের কাছে তিনি যে ভালোবাসা পেয়েছেন তা অভাবনীয়। যে সময় টুকু বাংলা চলচ্চিত্র জগতে তিনি ছিলেন সেই ক্ষনস্থায়ী সময়ে মহারাজের আসনে বিরাজ করেছেন। বাংলা চলচ্চিত্র যত দিন স্বমহিমায় থাকবে তিনিও মহানায়কের আসনে থাকবেন।
এদিন উপস্থিত উজ্জ্বলতম ব্যক্তিত্বের একই কথা উচ্চারিত হল – ” উত্তম আজও উত্তম “- মহানায়ক।

More From Author

Bisk Farm Marks Silver Jubilee with Ambitious Growth Targets and National Expansion

মহাভারত থিম কে নতুন আঙ্গিকে পরিবেশিত করল রাই কিশোরী কালেকশনের “কর্ণধার শ্যাম সুন্দর বসু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *