একতা দিবসে বিক্রম ঘোষ-রিকি কেজের সুরে ‘লোহা পুরুষ নমস্ত্যুভ্যম’ — সঙ্গীতে ঐক্যের মেলবন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

একতা দিবস ২০২৫ এর মঞ্চে গুজরাটের কেভাদিয়ার একতা নগরে গর্জে উঠল এক অনন্য সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি — ‘লোহা পুরুষ নমস্ত্যুভ্যম’। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্মারক পরিবেশনায় সঙ্গীতের মাধ্যমে ঐক্য ও জাতীয় চেতনার উদযাপন ঘটাল ইটারনাল সাউন্ডস।

এই বিশেষ গানটি সহ-প্রযোজনা করেছে ইটারনাল সাউন্ডস, সঙ্গে ছিলেন প্রশংসিত সুরকার, অস্কার-প্রতিযোগী বিক্রম ঘোষ এবং গ্র্যামি-বিজয়ী রিকি

কেজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং সঙ্গীত নাটক আকাদেমি’র উদ্যোগে আয়োজিত এই বিশাল সাংস্কৃতিক উপস্থাপনায় অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের ৮০০-রও বেশি নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনায় ছিলেন সন্তোষ নায়ার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঙ্গীত নাটক আকাদেমির চেয়ারপার্সন ডঃ সন্ধ্যা পুরেচা।

ইটারনাল সাউন্ডসের বিক্রম ঘোষ এবং গৌরাঙ্গ জালান ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত। হরিহরণ, শান, রিচা শর্মা, মহালক্ষ্মী আইয়ার এবং কবিতা শেঠের মতো প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে সুরভিত এই সঙ্গীতটি ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে ভারতীয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা তুলে ধরে। অশোক চক্রধর ও সুতপা বসুর রচনায় নির্মিত এই সঙ্গীতকে বলা হচ্ছে ভারতের সাংস্কৃতিক আত্মার এক প্রতীকী প্রতিফলন ।

ইটারনাল সাউন্ডস, যার সহ-মালিক উৎসব পারেখ, মায়াঙ্ক জালান, গৌরাঙ্গ জালান এবং বিক্রম ঘোষ, তাদের বক্তব্যে জানিয়েছেন — “লোহা পুরুষ নমস্ত্যুভ্যম শুধু এক প্রযোজনা নয়, এটি ভারতের চেতনা, ভাষা ও আত্মার উদযাপন।”

একতা দিবসের মুহূর্তে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সঙ্গে নিয়ে সর্দার প্যাটেলকে শ্রদ্ধা জানাচ্ছিলেন, তখন এই সঙ্গীত হয়ে উঠেছিল ঐক্যের সুরে সুর মিলিয়ে দেশকে একতাবদ্ধ রাখার এক সজীব প্রতীক।

More From Author

ভারতের এক নম্বর ই-কমার্শিয়াল যানবাহন প্রস্তুতকারক মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি লিমিটেড ৩ লক্ষ ইভি মাইলস্টোন অতিক্রম করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *