20251220 160433(0)

কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটাল অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল “প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের” কলকাতা দ্বিবার্ষিক জেলা সম্মেলন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের কলকাতা দ্বিবার্ষিক জেলা সম্মেলন সংগঠিত হলো (২০ ডিসেম্বর, ২০২৫) কলকাতা মেডিকেল কলেজ এবং হসপিটাল, অডিটোরিয়াম হল, কলেজ অফ নার্সিং এ। ২০১৫ সালের আগস্ট মাস, সংগঠনের জন্ম লগ্ন থেকে জুনিয়ার ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার অব্দি সকলকে সাথে নিয়ে বৃহত্তর ও ইঞ্জিনিয়ারিং ঐক্য তৈরির লড়াই লড়ছে। প্রতিটি ইঞ্জিনিয়ারিং

20251220

দপ্তরের মধ্যে একটি সমন্বয় সাধনের মাধ্যমে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই হল এই সংগঠনের মূল লক্ষ্য। ধারাবাহিকভাবে এই সংগঠন AGM, ইঞ্জিনিয়ার্স ডে সেলিব্রেশন, টেকনিক্যাল সেমিনার, ট্রেনিং প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প, বৃক্ষরোপণ, দুস্থ ছাত্রদের বই বিতরণ ও অর্থ সাহায্য, দরিদ্রদের খাদ্য ও বস্ত্র বিতরণ সহ অন্যান্য সামাজিক কার্যকলাপের মাধ্যমে আজ ইঞ্জিনিয়ারদের প্রধান আশ্রয়স্থল হয়ে উঠেছে ও সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠনে পরিণত হয়েছে। এই সংগঠন প্রতিটি ইঞ্জিনিয়ারদের সমস্যা দূরীকরণে দায়বদ্ধ। এই সংগঠন সার্ভিস জনিত অসুবিধা ও দাবি দাওয়া জানানোর ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে এই Dist. Conference -এ যে দাবিগুলি স্থান পেয়েছে

IMG 20251220 WA0100

সেগুলি হল :
১) প্রতিটি ইঞ্জিনিয়ারিং দপ্তরে প্রমোশনাল স্কোপ ষষ্ঠ পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী ফিফটি ফিফটি করার সরকারি আদেশনামা প্রকাশের দাবি সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে।
২) প্রফেশনাল পরীক্ষায় বসার সময় আট বছরের থেকে কমিয়ে ছবছর করার প্রচেষ্টা এই সংগঠন চালিয়ে যাচ্ছে।

1000467450

সভায় উপস্থিত ছিলেন :

State Vice President : Er. Ananta Nandi

State General Secretary : Er. Anirban Ojha

State Assistant General Secretary : Er. Deraj Singha Roy

Zonal Organisation Secretary : Er. Anupam Sarkar

State Finance Secretary : Er. Srikanta Saha

District President : Er. Snehangshu Chattaraj

District Secretary : Er. Soumitra Bandyapadhyay

Councillor – Suparna Dutta

More From Author

IMG 20251220 WA0172

WB lift Handball Championship

IMG 20251221 WA0127

The Tata Steel World 25K Kolkata 2025 was held on Red Road in Kolkata.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *