নিজস্ব প্রতিনিধি –
পশ্চিমবঙ্গের সকল জ্যোতিষ প্রতিষ্ঠান এবং জ্যোতিষীদের এক ছাতার নিচে সঙ্গবদ্ধ করে,
“ইন্ডিয়ান কাউন্সিল অফ স্পিরিচুয়াল এডুকেশন”-এর পক্ষ থেকে Astro and Spiritual ক্লাবের তত্ত্ববোধনে, শ্যামবাজার সহ বাগবাজার এলাকায় গুরুজি শ্রী বিনয় মহারাজ, সৌমদেব ভারতী, ডঃ শ্রী
সঞ্জয় শাস্ত্রী, ডঃ শুভঙ্কর আচার্য্য ও সুব্রত শাস্ত্রী, শ্রীময়ী মা ও অপরাজিতা শাস্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় ডঃ অভিজ্ঞান আচার্য্য ও দেবাশীষ গোস্বামী সহ ডক্টর অরিজিৎ নিয়োগী, দেবাশীষ শাস্ত্রী, শ্রী দীপ শাস্ত্রী, শ্রী জয়দেব শাস্ত্রী, ডঃ সরস্বতী চ্যাটার্জী, বরুণ গঙ্গোপাধ্যায়, শ্রী লব ঘোষ, শাস্ত্রী বাপন ভারতী, শ্রী মদন ঠাকুর, সুখেন শাস্ত্রী, ডঃ বিবেক রয়, শ্রী সুমন মজুমদার, শ্রী শংকর শাস্ত্রী, শ্রী তাপস, রথীন মল্লিক, জ্যোতির্ময়ী দেবশ্রী, রাজেশ্বর শাস্ত্রী, মিহির ভারতী, শ্রীময়ী লক্ষ্মী লাহা
ও প্রমূখ সহৃদয় জ্যোতিষী যোদ্ধাদের রক্তক্ষয়ী পরিশ্রমে ফসল, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে স্বর্গীয় জ্যোতিষীদের স্মৃতির উদ্দেশ্যে, জলসত্র এবং বৃক্ষ রোপনের মাধ্যমে সমগ্র জ্যোতিষ সমাজকে এক সূত্রে আবদ্ধ করা হলো। এ এক অভূতপূর্ব সাফল্য যার কৃতিত্ব সমগ্র জ্যোতিষ সমাজকে উৎসর্গ করা হলো।