উল্টোরথ যাত্রার পূর্ণ লগ্নে ঠাকুর পুকুরের ধর পরিবার পালন করল গোপু সোনার প্রতিষ্ঠা বার্ষিকী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ঠাকুরপুকুরের ধর পরিবারের গোপালের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ উৎসব, যা সত্যিই মনোমুগ্ধকর ছিল। পুতুল ধর তাঁর বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে পূর্ণ উৎসবের আয়োজন করেছেন। সকাল থেকেই শুরু হয়েছে পুজোর প্রস্তুতি, আর সকলেই উৎসবের আনন্দে মেতে উঠেছেন।পুতুল ধর জানান, “গোপাল আমার জীবনের পথপ্রদর্শক। করোনার পর আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে, তা উপলব্ধি করে আমার গোপাল আমাকে নতুনভাবে

শক্তি দিয়েছে।” তিনি আরও যোগ করেন, “আমার পরিবারে অনেক ঝড় এসেছে, কিন্তু গোপাল সবসময় আমাকে পথ দেখিয়েছে।”এই বছরের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বাচ্চাদের হাতে তৈরি মেনু। পুতুল ধর বলেন, “বাচ্চারা নিজেদের মতো মেনু ঠিক করেছে।” তিনি নিজেও রাঁধুনির ভূমিকায় প্রবেশ করে পাঁচ ধরনের ভাজা, মালপোয়া এবং সুজি দিয়ে তৈরি বিশেষ পদ পরিবেশন করেছেন।অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং সেলিব্রিটি ডিজাইনার রাই কিশোরী বলেন, “গোপালের ইচ্ছেটা অন্যভাবে প্রকাশ করতে দেখা সত্যিই আনন্দের।” এই দিনটি শুধু একটি উৎসব নয়, বরং এটি ছিল ভালোবাসা, সম্মান এবং আশীর্বাদের

একটি মিলনমেলা।পুতুল ধর ও তার সুপুত্র সুরজিৎ ধর সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “জয় জগন্নাথ! আজকের দিনটি আমাদের সকলের জন্য শুভ হোক,” এবং সকলের একত্র হয়ে সুন্দর জীবন কাটানোর জন্য আশীর্বাদ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারমিতা মুন্সি, সৌরভী সান্যাল, বৃন্দা মুখার্জি, নিতু শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিদের বিপুল উপস্থিতি আবারও প্রমাণ করেছে যে ভালোবাসা এবং বন্ধুত্বের শক্তি সব সময় গুরুত্বপূর্ণ।

More From Author

“মিশন শক্তি নারী”

“মিশন শক্তি নারী” অনুষ্ঠিত হলো হাওড়ার ফরচুন পার্ক পঞ্চবটি হোটেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *