নিজস্ব প্রতিনিধি –
সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় “সাকমান ভাগ্য” ফাউন্ডেশন উদ্যোগে ৫ই জুলাই ২০২৫ তারিখে হাওড়ার ফরচুন পার্ক পঞ্চবটি নামক একটি বিলাসবহুল হোটেলে “মিশন শক্তি নারী” নামক একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। কারগিল বিজয় দিবস সেলিব্রেশন ও সদ্য ঘটে যাওয়া “অপারেশন সিন্দুর” বিষয়ও উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে পালন করতে পারার জন্য ফরচুন পার্ক পঞ্চবটি হোটেলের সেলস এবং মার্কেটিং এর দায়িত্বশীল কর্মকর্তা উৎসব চ্যাটার্জি খুবই গর্বিত। এই উজ্জ্বল ময় অনুষ্ঠানের জন্য তিনি ধন্যবাদ জানান “শোকমান ভাগ্য ফাউন্ডেশনের” অধিককর্তা আশুতোষ কুমার কে। আশুতোষ কুমার আমাদেরকে জানান যে ” এটি একটি প্যান ইন্ডিয়া অনুষ্ঠান” প্যান ইন্ডিয়ার মাধ্যমে যে সমস্ত পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে তাদের সকল ধরনের ব্যবস্থাপনা তারা করেছেন। তাদের মূল উদ্দেশ্য নারী শক্তিকে নতুন রূপে শক্তির প্রতিরূপ হিসাবে তুলে ধরা তাদের এই পঞ্চম তম অনুষ্ঠান যথেষ্ট সাড়া ফেলেছে”। আশুতোষ কুমার আরো জানান যে আসন্ন ডিসেম্বর মাসে তারা “ভিক্টরি ডে” নামক একটি অনুষ্ঠানের তৈরি করছেন।