বিশ্ব যোগ দিবস পালন করলো ভারত সেবাশ্রম সংঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। এ উপলক্ষে ভারত সেবাশ্রম সংঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরে সড়ম্বরে বিশ্ব যোগ দিবস পালিত হয়। সঙ্ঘ স্রষ্টা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ভাবাদৰ্শ, ভারতীয় দর্শনের স্থায়িত্ব এবং নীরোগ মানবদেহ গড়ে তোলার লক্ষ্য

নিয়ে প্রণবানন্দ বিদ্যামন্দির মন্মথপুর, কানমারীর ছাত্র -ছাত্রী,শিক্ষক -শিক্ষিকা ও ভক্ত শিষ্যরা একসাথে এই মহতি যোগচর্চা পালনে সামিল হয়। এদিন সকালে সবাই সমবেতভাবে মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে শৃঙ্খলাবদ্ধ ভাবে যোগাভ্যাস করেন। কেন্দ্রীয় সরকারের প্রটোকল মেনে যোগ চর্চা করেন সকলে।

More From Author

গরীব ও পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করে তুলতে তাদের টেলারিং মেশিন দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ

National Council of Science Museums Celebrated International Day of Yoga at Science City, Kolkata, on the theme “Yoga for One Earth, One Health”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *