কলকাতা কর্পোরেশনের নতুন দুটো মল চেম্বার পরিষ্কারের গাড়ি উদঘাটন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কলকাতা কর্পোরেশন দুটো মল চেম্বারের পরিষ্কারের গাড়ি এবং তার মধ্যে সার তৈরি করার বিশেষ একটি গাড়ির উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ
হাকিম। এই প্রজেক্টে ন কোটি টাকা খরচ করেছে কলকাতা পৌরসভা। এই ধরনের প্রজেক্ট কলকাতা কর্পোরেশনের প্রথম পদক্ষেপ।কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন আগামী

দিনে আরো এই ধরনের কিছু প্রজেক্ট এর চিন্তা ভাবনা রয়েছে যদি এটা পুরোপুরি সাফল্য লাভ করে। অনেক বাড়ি আছে যেগুলো গলির ভেতরে রয়েছে সহজে গাড়ি নিয়ে যাওয়া যায় না। সেই অঞ্চলগুলিতে এই গাড়িগুলো নিয়ে যাওয়া যাবে। সেই জায়গায় এই গাড়িতে সাড়ে ৩৫০ ফুটের পাইপের মাধ্যমে সহজেই কাজ করা যায় বলে জানান।

ছবি – সুবল সাহা।

More From Author

Dabur Amla’s ‘Jealous Dad’ Campaign Celebrates the Fathers Who Rarely Ask—But Deeply Feel

গরীব ও পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করে তুলতে তাদের টেলারিং মেশিন দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *