নিজস্ব প্রতিনিধি –
কলকাতার একটি স্বনামধন্য হোটেলে হয়ে গেল রাই কিশোরী কালেকশনের দশ বছর পূর্তি ও ক্যালেন্ডার লঞ্চ। রাই কিশোরী কালেকশনের কর্ণধার শ্যামসুন্দর বসু ও সহ কর্ণধার সুমান কুন্ডু জানিয়েছেন
টলিউড ও বলিউডের একত্র সমাবেশে ছিল চাঁদের

হাট পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অনুক্তা ঘোষাল। শংকর চক্রবর্তী রুদ্রনীল ঘোষ পাপিয়া অধিকারী চৈতি ঘোষাল সুব্রত দত্ত কবি সুবোধ সরকার পারমিতা মুন্সপথিকৃৎবাসু দেবিকা

মুখোপাধ্যায়, পুতুল ধর, কবি সুবোধ সরকার, নন্দিনী ভট্টাচার্য, প্রমুখদের দেখা গিয়েছিল এই অনুষ্ঠানে
এই অনুষ্ঠানের কভার গার্ল ছিলেন সনামধন্য অভিনেত্রী রূপসা চক্রবর্তী এছাড়াও মুম্বাইয়ের সোমা আকর্ষণ কারসিকা আনসুল বারমি সহ অন্যান্যরা
এই দিন বিশেষ পুরস্কার সম্মানিত করা হলো নবনীতা দাশগুপ্ত দত্তগুপ্ত শ্যামশ্রী সাহা সুচিস্মিতা

রায়চৌধুরীকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতু সাহা, রতন ঝাওয়ার, শমিলা সিং, রুপা তপাদার,
ক্যালেন্ডারে দেখা গেল একঝাঁক তারকাদের তানিয়া কর প্রতীক সাহা বৃন্দা মুখার্জি শৌণক রায় ঋতব্রতা দে সৌরভী সান্যাল স্বাগতম মুখার্জি কৌশিকী বাসু শ্রীজা রয় অরিজিৎ দিবার প্রমূখ