“রেডওয়াইন এন্টারটেনমেন্ট” পরিচালিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল কলকাতার আইসিসি আর এ

Spread the love

নিজস্ব প্রতিনিধি – 

‘বসাক ইন্টিরিয়র’ নিবেদিত ও ‘রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান’ পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন উজ্জ্বল গুনি ব্যক্তিবর্গ।

মৃণাল চক্রবর্তী এবং রেডিও জকি রাজা-র মতো বিশিষ্ট দুই ব্যক্তির হাতে ‘বঙ্গ পুরুষ সম্মান ২০২৫’ প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (হালদার)।

ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশস’ ১৯ জন স্ব স্ব ক্ষেত্রে কৃতবিদ্য পুরুষের হাতে তুলে দেওয়া হল এই পুরস্কার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে পাঞ্চালি মুন্সী (হালদার) জানান, “নিজ হাতে বিদগ্ধ ব্যক্তিদের পুরস্কৃত করতে পেরে কৃতার্থ বোধ করছি। অসংখ্য ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট এর কর্মধার শ্রী অভিজিৎ বাবুকে তিনি এত সুন্দর একটি অনুষ্ঠান সকলকে উপহার দেওয়ার জন্য। সকল বিজয়ীদের কে রইল আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

More From Author

JSW ENERGY BREAKS GROUND ON 1600 MW ULTRA SUPERCRITICAL THERMAL POWER PLANT IN SALBONI, WEST BENGAL

Kolkata Knight Riders launch #ShahoshiRani to honour courageous women of India, Celebrate 8th Edition of Knight Golf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *