রক্তদান আন্দোলনে সামিল হলেন ৩০জন হৃদয়বান দৃষ্টিহীন মানুষ

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ছোট ছোট ছেলে মেয়েদের জীবন গড়ে দেওয়ার জন্য যে সংস্থার নাম সবার আগে করতে হয় তার নাম হলো বিক্রান্ত সী স্কাউটস এন্ড গাইডস। এই সময়ের ছেলে মেয়েরা যেখানে মোবাইল ফোন এবং ভিডিও গেম নিয়ে মেতে থাকে সেই পরিস্থিতির মধ্যেও ছোট ছেলে মেয়েদের যে ভাবে শারীরিক এবং মানসিক ভাবে উন্নতি করানোর জন্য প্রতিনিয়ত শিক্ষাদান করে যাচ্ছে তা এক কথায় অভাবনীয়। এই সংস্থাই রবিবার ৪ আগস্ট ২০২৪  ২২/২য় কলকাতা বিক্রান্ত সী স্কাউটস এন্ড গাইডস গ্রূপ আয়োজন করেছিল রক্তদান, চক্ষু পরীক্ষা সেইসাথে নানাবিধ স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ। এই অনুষ্ঠানটি আয়োজিত হয় গোয়াবাগান স্কাউট ভবনে। সহযোগিতায় পিপলস ব্ল্যাড সেন্টার, প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হসপিটাল ও সায়ন্তনী অধিকারী ফাউন্ডেশন এবং মাই ডক্টর’স চেম্বার, এ পি সি রোড। মোট ৫০ জন স্বেচ্ছা রক্তদাতা এদিন রক্তদান করেন। এই

রক্তদাতাদের মধ্যে প্রায় ৩০ জন দৃষ্টিহীন মানুষ রক্তদান করে সমাজের প্রতি তাদের কর্তব্য পালন করে দৃষ্টান্ত স্থাপন করেন। শতাধিক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহন কুমার গুপ্ত, ১৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা খোকন দাস এবং মেডিকেল ব্যাংকের সম্পাদক ডি আশীষ। অনুষ্ঠানের শেষলগ্নে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখেন আয়োজক সংস্থার পক্ষে ডাঃ চন্দন কুমার পাল এবং প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতাল এর পক্ষে মার্ক মলয়। দৃষ্টিহীন মানুষদের হাতে সংস্থার পক্ষ থেকে পুষ্টিকর খাবার সহ মাসিক রেশন সামগ্রী তুলে দেওয়া হয়।

More From Author

সায়েন্স সিটি অডিটোরিয়ামে সম্মানিত হলেন পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী শ্রী অনুপম হালদার

পুরী`র রথযাত্রায় ১ লক্ষেরও বেশি ভক্ত আশীর্বাদের ‘আয়োডিন কা ছিঁটা’ (তিলক) লাগিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *