সায়েন্স সিটি অডিটোরিয়ামে সম্মানিত হলেন পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী শ্রী অনুপম হালদার

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

‘ইণ্ডিয়া বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ ও ‘ট্রাব ইণ্ডিয়া শাখার’ যৌথ উদ্যোগে এবং ‘তফশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র’-র পরিচালনায় কোলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে সম্মানিত হলেন পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার।

আজ সন্ধ্যায় আয়োজক সংস্থার তরফে অনুপম হালদার-এর হাতে ‘ইণ্ডিয়া বাংলাদেশ শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ নামাঙ্কিত আন্তর্জাতিক সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ডঃ হুমায়ুন কবির।

যদিও এটাই অনুপমের জীবনে প্রথম পুরস্কার নয়, মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালক নিজেই ঘোষণা করেছেন “ইতিমধ্যে নানান পুরস্কারে ভূষিত হয়েছেন শ্রী হালদার।” তবে আন্তর্জাতিক স্তরের এই সম্মাননা যে অনুপম হালদারের মুকুটে একটা আলাদা আভিজাত্য এনে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

বলে রাখা ভালো, সখের আলোকচিত্রী হওয়ার পাশাপাশি কর্মজীবনে অনুপম হালদার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত।

More From Author

Introducing the Prestige Infrared Cooktop PIRC 1.0: Effortless & Versatile Cooking, Anywhere

রক্তদান আন্দোলনে সামিল হলেন ৩০জন হৃদয়বান দৃষ্টিহীন মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *