আসছে ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বাংলা ছায়াছবি “আমার লবঙ্গ লতা”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

শ্রী গনেশ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে কলকাতার একটি পাঁচতারা হোটেলে হয়ে গেল ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে “আমার লবঙ্গলতা” বাংলা ছায়াছবির

ট্রেলার লঞ্চ। এই দিনে উপস্থিত ছিলেন মুভির প্রযোজক রঞ্জনা গাঙ্গুলী, পরিচালক বাপ্পা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ,পাপিয়া অধিকারী, রুমকি চ্যাটার্জী, অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জী , ভাস্বর চ্যাটার্জি সহ বিশিষ্ট

ব্যক্তিত্বরা। ছবিতে সুর দিয়েছেন প্রয়াত সুরকার বাপ্পি লাহিড়ী। এদিন প্রযোজক রঞ্জনা গাঙ্গুলী বলেন এই মুভিটি তার ড্রিম প্রজেক্ট এবং এ মুভিটি যথেষ্ট মানুষের মধ্যে আলোড়ন ফেলবে তিনি আরো বলেন এই মুভিটি পারিবারিক

মুভি যা পরিবারের সবাই একসাথে দেখতে পারবেন। ছবির ট্রেলার লঞ্চের আগে ছবির সাথে যুক্ত থাকা কলাকুশলীরা স্বর্গীয় অভিনেত্রী শীলা মজুমদার ও সংগীত পরিচালক স্বর্গীয় বাপ্পী লাহিড়ির ছবিতে মাল্যদান করেন।

More From Author

পথ চলা শুরু হল ” পারমিতাস্ ফ্যাশন ফর্মেশন” এর

Tata Tele Business Services to offer Unified Solution on Toll-Free for WhatsApp Business

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *