পথ চলা শুরু হল ” পারমিতাস্ ফ্যাশন ফর্মেশন” এর

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

অভিনেত্রী ও যোগা প্রশিক্ষিকা পারমিতা ব্যানার্জি-র তত্ত্বাবধানে দমদম ছাতাকলের ১২ ডাঃ এম এন সাহা রোডে একই ছাদের তলায় মডেলিং, অভিনয় ও যোগ শিক্ষা কেন্দ্র রূপে খুলল ‘পারমিতা ফ্যাশন ফর্মেশন’।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক নির্দেশক আকাশবীর ও অভিষেক, ড্যান্স বাংলা ড্যান্স খ্যাত রিকি অদিতি, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, ‘আইডিসি’-র

প্রতিষ্ঠাতা আকাশ বণিক, চিত্রশিল্পী বাপ্পা ভৌমিক, খাদ্য বিশেষজ্ঞ অনুশ্রী মিশ্র, ধ্যান বিশারদ সুদীপ সেনগুপ্ত, ডিজাইনার লুনা পাল, মডেল অভিনেতা বিহান সিং, ‘ইকরা’-র প্রতিষ্ঠাতা অনিন্দিতা দাশগুপ্ত সাহা, শিশু অভিনেতা জয় অনুভব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

More From Author

Pioneering Innovation in Education, Orchids The International School Unveils ‘Imagine Hub’ Labs in Kolkata

আসছে ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বাংলা ছায়াছবি “আমার লবঙ্গ লতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *