চার দিনের প্রণব সংস্কৃতি মেলা ও বিশেষ গঙ্গা আরতিগঙ্গাসাগরের কাছে

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

গঙ্গাসাগর দ্বীপের সন্নিকটে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হল চার দিনের প্রণব সংস্কৃতি মেলা ও বিশেষ গঙ্গা আরতি।
মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিন ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকে বাঁশতলা খেয়াঘাট সংলগ্ন কালনাগিনী নদীবক্ষে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তির সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই অভিনব আরতি দেখতে কালনাগিনী নদীর দুই তীরে শতশত মানুষ ভীড় করেন ৷ ভারত সেবাশ্রম সঙ্ঘের

প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে প্রথম দিনে ১০০১টি প্রদীপ প্রজ্জলনে আরতি হয়। এরপর ১২৯টি ধূনাচি, ১২৯টি মশাল জ্বালিয়ে ও ১২৯ টি মঙ্গল দ্বীপ জ্বালিয়ে মায়েরা বৈদিক শান্তি যজ্ঞে অংশ নেন। বিশেষ আকর্ষণ এই গঙ্গা আরতি দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের সূচনা করেন সঙ্ঘের সন্ন্যাসী স্বামী সর্বাত্মানন্দজী মহারাজ, স্বামী অন্নেষানন্দজী ও স্বামী পরাসরানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী ঘোরামী ও উপপ্রধান শুভজিৎ মন্ডল ৷ অনুষ্ঠানে সহযোগিতা করেন বাঁশতলা বাজার কমিটি, বিবাদি সংঘ, মন্মথপুর হিন্দু মিলন মন্দির ও গিরিচক শ্রীশ্রী বিশালক্ষ্মী ও হরিমন্দির কমিটি ৷

More From Author

বিশিষ্ট আলোকচিত্রী ও পশ্চিম বঙ্গ সরকারের অর্থ দপ্তরের যুগ্ম কমিশনার অনুপম হালদার হাত ধরে উদঘাটন হলো বইমেলার ১১৯ নম্বর স্টলের

প্রকাশিত হলো সৈকত চৌধুরীর রম্যরচনার ‘সত্যি হলেও গল্প’ র প্রথম প্রকাশিত বই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *