নিজস্ব প্রতিনিধি –
ফোটোগ্রাফিক সোসাইটি Frame by frame-এর উদ্যোগে দক্ষিণ কলকাতার এক আর্ট গ্যালারিতে ৭২ জন ফটোগ্রাফারের ১৪০টি আলোকিচিত্র প্রদর্শনী হল। শনিবার এই আলোকচিত্র প্রদর্শনীর সূচনা করেন স্বস্ত্রীক শিল্পী মল্লার ঘোষ ও মল্লিকা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট
ফটোগ্রাফার প্রতাপ দাশগুপ্ত। তবে এই প্রদর্শনীর মূল উদ্যোক্তা পূজা, অভিজিৎ ও কৌস্তভ জানান প্রথমবার এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন। শুধু কলকাতা কিংবা দেশের চিত্র শিল্পীদের আলোকচিত্র প্রদর্শনী নয় দেশের বাইরের বিভিন্ন ছবি এখানে প্রদর্শন হচ্ছে।
এই প্রদর্শনী প্রসঙ্গে প্রতাপবাবু জানান, আলোকচিত্রের এমন উদ্যোগকে সাধুবাদ। এই উদ্যোগ বৃহৎ পরিসরে ছড়িয়ে পরবে সেটাই কাম্য। সমাজের সর্ব স্তরের মানুষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নেওয়ার উচিত।