নিজস্ব প্রতিনিধি –
হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হলো প্যাশন ওয়ার্ল্ড এবং এইচ,এইচ,আই ইউফোরিয়া ২৫। ভিকি ছেত্রী কোরিওগ্রাফার এর সংযোজনায় এই অনুষ্ঠানটি হয়। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাই কিশোরী ফ্যাশন ডিজাইনার,
বৃন্দা মুখার্জি অভিনেত্রী, বিশাল খৈতান কর্ণধার বিনায়ক জুয়েলস, সেনসেই শান্তনু চন্দ্র প্রমুখ।
নৃত্য, স্কেটিং, যোগা , মহিলাদের নৃত্য, ফেন্সুয়িং
ক্যারাটে।
৫ থেকে ৩০ বছর বয়সী শিক্ষার্থীদের সাথে
৭০+ বয়সের দম্পতিদের নৃত্য পরিবেশিত হয়েছিল।