পুনঃ প্রতিষ্ঠিত হল শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণ জী ট্রাস্টের অধীনে “বাল গোপাল মন্দির”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পুষ্পা দেবী বাগলা-র পবিত্র করকমলের মাধ্যমে হাওড়ার ১৯, মুখরাম কানোরিয়া রোডে ১৬ ই আগস্ট ২০২৫ পুনঃপ্রতিষ্ঠিত হলেন বালগোপাল।
‘শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণ জী’ ট্রাস্টের অধীনে নতুন ভাবে পুনঃপ্রতিষ্ঠিত হল এই ‘বালগোপাল মন্দির’।
বলে রাখা ভালো, ১৮৮৯ সালের ৩১ অগস্ট রায়বাহাদুর রাজা শিববক্সজী বাগলা ‘শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণ জী’ প্রথম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।

আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রয়াত রায়বাহাদুর রাজা শিববক্সজী বাগলা-র পঞ্চম প্রজন্ম মধুসূদন বাগলা জানিয়েছেন, “বালগোপাল মন্দির রূপে পরিচিত হবে এই মন্দির। শ্রীকৃষ্ণের জীবনে তাঁর বাল্যলীলা আমাদের সবথেকে বেশি আকর্ষিত করে, সেই আকর্ষণকে গুরুত্ব দিয়েই এখানে বালগোপাল মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। আগত পুণ্যার্থীরা এই মন্দিরে এসে শ্রীকৃষ্ণের বাল্যলীলার রসাস্বাদন করতে পারবেন।”

More From Author

Malabar Gold & Diamonds Launches New Showroom in Barasat, 4th in West Bengal; Appoints Rukmini Maitra as Brand Ambassador for the State

দক্ষিন ২৪ পরগনার মন্মথপুর প্রণব মন্দির পরিচালিত স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল শ্রীশ্রী জন্মাষ্টমী ও নন্দ উৎসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *