ওয়েস্ট বেঙ্গল আয়রন লিফটিং এসোসিয়েশন এবং অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ওপেন ডিস্ট্রিক্ট আয়রন লিফটিং, আর্ম ফাইটিং, যোগা, ডান্স এবং বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২৪-২৫

Spread the love

সায়ন দেবনাথ –

ওয়েস্ট বেঙ্গল আয়রন লিফটিং এসোসিয়েশন এবং অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর উদ্যোগে বাঙ্গুর কলকাকলি মুক্ত মঞ্চে গত ২০ জুলাই আয়োজিত হল ওপেন ডিস্ট্রিক্ট আয়রন লিফটিং, আর্ম ফাইটিং, যোগা, ডান্স এবং বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ২৪-২৫। এই রাজ্যের ৮টি জেলা থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় কলকাতা ছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদীয়া এবং মেদিনীপুরের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এদিনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স এর খেতাব এর নাম ছিল শক্তিমান ও বীর বীরাঙ্গনা এওয়ার্ড। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স এর খেতাব জিতে নেয় প্রতীক মন্ডল, অর্পণ পাল এবং শুভ্রা সাঁপুই। টিম চ্যাম্পিয়ন এর খেতাব জিতে নেয় টালিগঞ্জের এমেরাল্ড ফিটনেস স্টুডিও। রানার আপ এর খেতাব জিতে নেয় দমদম এয়ারপোর্টের ওয়েলকাম জিম। ১ম রানার আপ এর খেতাব লাভ করে মনোহর আইচ জিম। অতিথি এবং বিচারক মন্ডলীতে ছিলেন বডি বিল্ডিং এ ৫ বারের জাতীয় চ্যাম্পিয়ন পার্থ চন্দ, সংস্থার সভাপতি এবং প্রবীণ সংবাদিক গোপাল দেবনাথ, নৃত্য জগতের বিশিষ্ট নাম পৃথা চন্দ। প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির হয়ে ছিলেন দেশীয় এবং আন্তর্জাতিক স্তরের রেসলিং খেলার রেফারি নন্দন দেবনাথ এবং শ্বেতা দুবে। সমগ্ৰ অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে পরিচালনা করেন আমিশারাজ, গৌরাঙ্গ চক্রবর্তী, মহেশ্বরী, আয়েশারাজ, সৌজন্য ধর এবং সুকুমার দাস। জিন্স প্যান্ট পড়ে বডি শো তে মাত্র ৫ বছরের অমররাজ সকলের মন জয় করে নেয়। সারাদিনব্যাপি এই চ্যাম্পিয়নশিপ কে সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য আয়োজক সংস্থার কর্ণধার বলিউড ও টলিউডের প্রবীণ অভিনেতা এবং ব্যায়ামবীর অশোকরাজ সকলকে ধন্যবাদ জানান।

More From Author

প্রজনন চিকিৎসার পথিকৃৎ ডঃ সুভাষ মুখার্জির সম্মানে ফটো গ্যালারি

সেলসফোর্স এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি পূর্ব ভারতে এই প্রথম ধরনের একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার ঘোষণা করল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *