নিজস্ব প্রতিনিধি –
“গৌরী” গল্পের লেখক প্রসেনজিৎ হালদার। গল্পটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনার দায়িত্ব পালন করেছেন প্রসেনজিৎ হালদার নিজেই। সাম্প্রতিক সময়ে মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে ঘটে চলা গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে পরিচালক এই গল্পে সুনিপুণ ভাবে বুনন করেছেন। গল্পের মধ্যে একজন ভারসাম্যহীন গর্ভবতী মহিলাকে চিত্রায়িত করার উদ্দেশ্য পরিচালকের কাছে জানতে চাইলে তিনি বলেন – ছোটো বেলা থেকে রাস্তাঘাটে অনেক অসহায়, দুঃস্থ ও বিকলাঙ্গ মানুষকে দেখে তিনি খুবই ভারাক্রান্ত হয়ে উঠেন। তেমনি বছর দশেক আগে একদিন তিনি একজন গর্ভবতী পাগলীকে পা টেনে টেনে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছিলেন। সেদিন ওই মর্মস্পর্শী দৃশ্য দেখে পরিচালক প্রসেনজিৎ হালদার চোখের জল ধরে রাখতে পারেন নি। ‘ গৌরী ‘ গল্পের সূচনা ওই দিনই পরিচালকের মাথায় ঢুকে পড়ে। তারপর যখন পরিচালকের হাতে সুযোগ আসে তখনই তিনি একজন গর্ভবতী পাগলীর রহস্যময় জীবনের পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা যেই ঘটনাগুলো মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কিছু রহস্য যেগুলো সমাজের আমজনতার জানা ও বোঝা উচিৎ এসবের পাশাপাশি সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটকে পরিচালক তাঁর চিত্রনাট্যে চিত্রায়িত করে ‘গৌরী ‘ গল্পটিকে একটি নাটকীয়, প্রেমের ও রোমাঞ্চকর গল্পঃ হিসেবে সিনেমায় রূপ দিয়ে পর্দায় উন্মোচনের পরিকল্পনা করেন। পরিচালক প্রসেনজিৎ হালদার আরও বলেন – ‘ গৌরী ‘ গল্পটি নারী শক্তির কথা বলে, আধ্যাত্মিকতায় বিশ্বাসী মানুষের কথা বলে, মানুষ ও প্রকৃতির উপর বিধাতার নৈতিক শাসনের কথা বলে, মিথ্যার বুক চিরে সত্য বেরিয়ে আসার কথা বলে। মানুষের জীবনে নেতিবাচক সামাজিক ও রাজনৈতিক ঘটনার প্রভাবের কথা বলে। পরিচালকের কথায় প্রযোজনা সংস্থা ( এল. পি. ডি. প্রোডাকশন ) ও প্রযোজকবৃন্দ প্রীতিলতা বিশ্বাস, ললিতা বিশ্বাস ও প্রদীপ দত্তের প্রতি কৃতজ্ঞতাবোধের সুর লক্ষ্য করা যায়। তাঁর প্রশংসায় উঠে আসে চিত্রগ্রাহক আনমোল সাহা, সঙ্গীত পরিচালক প্রীতম দেব, আবহ সঙ্গীত পরিচালক কে.ডি. (মুম্বাই), সম্পাদক সুব্রত চৌধুরী, প্রধান সহকারী পরিচালক অনামিক সাহা , দ্বিতীয় সহকারী পরিচালক সুমিত রায় ও শুভত্তম গাঙ্গুলি, প্রোডাকশন কন্ট্রোলার স্বপন সীল, কার্যনির্বাহী

প্রযোজক নয়ন বিশ্বাস, মেকআপ আর্টিস্ট শতাব্দী মিদ্দে, শিল্প নির্দেশক সম্রাট চন্দ সহ অন্যান্য সকল কর্মীর নাম। পরিচালক তাঁর “গৌরী” টিমের প্রত্যেক সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতাবোধ ও ভালবাসা প্রকাশ করেন। পরিচালকের কথায় জানা যায় তাঁর ‘গৌরী’ সিনেমাটি চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে প্রেক্ষাগৃহে আসতে চলেছে। কণ্ঠশিল্পী অনুপম রায়, লগ্নজিতা চক্রবর্ত্তী, মেখলা দাশগুপ্ত, সৌরভ দে
সঙ্গীত পরিচালক
প্রীতম দেব, গানের কথা সোহম মজুমদার,,সুপ্রতীম, সৌরভ দে।
চলচ্চিত্র: গৌরী (গৌরী)
পরিচালকঃ প্রসেনজিৎ
হালদার
এল. পি . ডি . প্রোডাকশন
প্রযোজক: প্রীতিলতা বিশ্বাস, প্রদীপ দত্ত ও ললিতা বিশ্বাস
কাস্ট:
পরাণ বন্দোপাধ্যায়
চন্দন সেন
আরিয়ান ভৌমিক
প্রিয়াঙ্কা ভট্টাচার্য
সঞ্জীব সরকার
বুদ্ধোদেব ভট্টাচার্য
পিঙ্কি ব্যানার্জি
বিমল গিরি
বৃষ্টি বিশ্বাস
দেবপ্রতীম বিশ্বাস
সতাক্ষী নন্দী
স্বাতী মুখোপাধ্যায়
পূজা সরকার
দীপঙ্কর বিশ্বাস
প্রদীপ দত্ত