বেঙ্গল বিসনেস এক্সসেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

রাজারহাট নিউ টাউনে অবস্থিত “দা ওয়েস্টিন” হোটেলে আয়োজিত হয়ে গেল “বেঙ্গল বিসনেস এক্সসেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫”।

প্রেস্টিজেস্ফিয়ার PR-এর উদ্যোগে আয়োজিত এক সম্মানজনক অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ীদের সম্মান জানানো হয়।

১৩ জুলাই ২০২৫, রবিবার বিকেল ৫:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজস্ব দপ্তরের যুগ্ম কমিশনার এবং বিখ্যাত ফটো আর্টিস্ট অনুপম হালদার এবং সেলিব্রিটি অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তি চ্যাটার্জি।

অনুপম হালদার এবং অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি একত্রে এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের সফল উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং তাঁদের সাফল্যকে স্বীকৃতি জানাতেই এই আয়োজন।

সাংবাদিকদের মুখোমুখি অনুপম হালদার বলেন, এই ধরনের উদ্যোগ প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ কেবল ঐতিহ্যে নয়, আধুনিক ব্যবসা ও উদ্যোগেও এগিয়ে চলেছে। শিল্প, প্রযুক্তি ও পরিষেবা খাতে নতুন বিনিয়োগ এবং তরুণ উদ্যোক্তাদের আগ্রহ রাজ্যের অর্থনীতিকে আগামী দিনে আরও শক্তিশালী করবে। সরকারের সহায়তা ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে পশ্চিমবঙ্গ দ্রুত একটি প্রধান ব্যবসায়িক গন্তব্য হয়ে উঠছে।

এছাড়াও, প্রেস্টিজেস্ফিয়ার PR-এর কর্ণধার আয়াজ আহমেদ জানান, এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুধুমাত্র সম্মাননা প্রদানের একটি মঞ্চ নয়, বরং এটি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভাগের উদ্যোক্তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

More From Author

গুরু পূর্ণিমায় ডঃ এস. কে. আগরওয়ালকে ‘প্রজ্ঞানন্দ’ উপাধিতে ভূষিত করা হলো

হুইলস কর্পোরেট কার ট্রেজার হান্ট ২০২৫ অনুষ্ঠিত হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *