গুরু পূর্ণিমায় ডঃ এস. কে. আগরওয়ালকে ‘প্রজ্ঞানন্দ’ উপাধিতে ভূষিত করা হলো

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

এক আবেগময় ও আত্মিকভাবে প্রেরণাদায়ক অনুষ্ঠানে, গুরু পূর্ণিমার পবিত্র দিনে ডঃ সুরেশ কুমার আগরওয়ালকে তাঁর নিষ্ঠাবান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ‘প্রজ্ঞানন্দ’ উপাধিতে ভূষিত করা হয়। আধ্যাত্মিক বিজ্ঞান ও অন্তর্দৃষ্টির বিকাশে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। এই অনন্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১০ই জুলাই ২০২৫, কলকাতার রবীন্দ্র সদন কমপ্লেক্সের অন্তর্গত অবনীন্দ্র সভাঘরে।

এই গৌরবজনক উপাধিটি ডঃ আগরওয়ালকে প্রদান করে হ্যালো কলকাতা, তাঁর বিকশিত দুটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রক্রিয়া – প্রজ্ঞা ক্রিয়াআনন্দ ধারা মেডিটেশন – এর জন্য। ‘প্রজ্ঞানন্দ’ নামটি ‘প্রজ্ঞা’ (জ্ঞান ও চেতনা) এবং ‘আনন্দ’ (পরমানন্দ) – এই দুই শব্দের সংমিশ্রণ, যা তাঁর শিক্ষার মর্মবাণীকে প্রতিফলিত করে – অন্তর্চেতনাকে সুখ ও শান্তির সঙ্গে মিলিত করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিত্বরা, যাঁরা ডঃ আগরওয়ালের আত্মনিবেদিত সেবা ও আধ্যাত্মিক অবদানকে সম্মান জানাতে এসেছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন: প্রফেসর ডঃ প্রতাপ রঞ্জন হাজরা, আর. আর. আগরওয়াল, অ্যাডভোকেট বাসুদেব আগরওয়াল, পবন সরাফ, সঞ্জীব শর্মা, সুমিত সোনি, গীতা সিনহা, মোঃ বদরুদ্দিন, সরিতা জয়স্বাল, অনীশ মোদী, আশিস বসাক, গুরপ্রীত সিং, ডঃ সি. এন. ভট্টাচার্য, ডঃ নমিতা চক্রবর্তী, অ্যাডভোকেট মনোজিত ব্যানার্জী, বীণা খুরাসিয়া, সুশীল কুমার সাহা, তপস সাহা, সুরেশ গুপ্তা, সুপ্রতিপ মজুমদার, সেবা গুপ্তা, মিতা রায় এবং আরও অনেকে।

অনুষ্ঠানের পরিবেশ ছিল আন্তরিকতা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। ছাত্রছাত্রী ও অনুগামীরা তাঁদের অন্তর থেকে ধন্যবাদজ্ঞাপন করেন ডঃ আগরওয়ালের সহানুভূতিপূর্ণ দিশানির্দেশ ও জীবন রূপান্তরের উপায়গুলির জন্য। ‘প্রজ্ঞানন্দ’ উপাধি প্রদান শুধুমাত্র ডঃ আগরওয়ালের একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি এক সমষ্টিগত আত্মজাগরণের উৎসব ও মানবতার কল্যাণে তাঁর অবিচল সেবার স্বীকৃতি।

এই গৌরবজনক সম্মান ডঃ এস. কে. আগরওয়ালের ক্রমবর্ধমান ঐতিহ্যের সাক্ষ্য বহন করে – একজন চেতনাসম্পন্ন এবং কল্যাণময় জীবনের পথপ্রদর্শক রূপে, যিনি আত্ম-অন্বেষণ ও অন্তর্জাগরণের পথে অসংখ্য পথিককে আলোকিত করে চলেছেন।

More From Author

দেখুন টিভি নাইন বাংলার সুস্বাস্থ্য সম্মান – ২০২৫ এই রবিবার সকাল সাড়ে ১১ টায়

বেঙ্গল বিসনেস এক্সসেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *