বন্ধন লাইফ আই ইনকাম ওয়েল্থ চালু করেছে ৭ দিনের মধ্যে তৎক্ষণাৎ আয় এবং ১০০ ছর পর্যন্ত জীবন বীমা কভারের পরিষেবা

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

বন্ধন গ্রুপের জীবন বীমা শাখা, বন্ধন লাইফ ইন্স্যুরেন্স, আজ ঘোষণা করল তাদের নতুন বীমা পলিসি আই ইনকাম ওয়েল্থ—যা প্রিমিয়াম প্রদানের 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে তৎক্ষণাৎ আয়ের সুযোগ এবং 100 বছর বয়স পর্যন্ত জীবন বীমার কভারেজ প্রদান করে থাকে। এই আয়ে থাকবে নিশ্চিত পরিশোধ এবং সম্ভাব্য নগদ বোনাস। পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ‘সিকিওর পলিসি বেনিফিট’, যার ফলে পলিসিহোল্ডারের মৃত্যুর পরেও তার পরিবার পাবে এককালীন অর্থ, নিয়মিত আয় এবং ম্যাচিউরিটির সুবিধা—এইক্ষেত্রে ভবিষ্যতে আর কোনওপ্রকার প্রিমিয়াম দেওয়ার দরকার নেই। মাত্র তিন মাস বয়স থেকেই এই বীমায় প্রবেশের সুযোগ রয়েছে, ফলে পিতা-মাতারা তাঁদের সন্তানের ভবিষ্যতের জন্য শুরু থেকেই আর্থিক নিরাপত্তার ভিত্তি গড়ে তুলতে পারেন।

এই অংশগ্রহণমূলক জীবন বীমা পরিকল্পনাটি ফ্লেক্সিবল পে-আউট অপশন এবং মহিলা পলিসিহোল্ডারদের জন্য অতিরিক্ত আয়ের সুবিধা প্রদান করে।

সতীশ্বর বি., এম. ডি. ও সিইও, বন্ধন লাইফ ইন্স্যুরেন্স, এই নতুন পণ্যের গুরুত্ব তুলে ধরে বলেন: “বন্ধন লাইফে, আমরা বাস্তব জীবনের আর্থিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। অধিকাংশ ভারতীয় মাসিক আয়ের ওপর নির্ভরশীল, এবং তাঁদের কাছে সেভিংস বা নিরাপত্তার তেমন কোনও উপায় থাকে না।  চাকরি হারানো বা চিকিৎসা-সংক্রান্ত জরুরি পরিস্থিতি অনেক সময়েই গোটা পরিবারকে অর্থনৈতিক অনিশ্চয়তার পথে ঠেলে দিতে পারে। আই ইনকাম ওয়েল্থ এই সমস্যার সরাসরি সমাধান। এটি শুধুমাত্র একটি পলিসি নয়—এটি একটি আর্থিক সমাধান, যা জীবনব্যাপী পরিষেবা প্রদান করে এবং সঙ্গে সঙ্গে একটি অতিরিক্ত আয়ও সুনিশ্চিত করে। দৈনন্দিন খরচ হোক বা ভবিষ্যতের স্বপ্নপূরণ, এই আয় গ্রাহকদের মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে বাঁচার সুযোগ দিয়ে থাকে।”

জীবনের প্রতিটি পর্যায়ে গ্রাহকের পাশে: বন্ধন লাইফ আই ইনকাম ওয়েল্থ -এ 100 বছর পর্যন্ত কভার, নিশ্চিত সুরক্ষা ও নমনীয় আয় ব্যবস্থা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধন লাইফ আই ইনকাম ওয়েলথ পরিকল্পনাটি এমনভাবে গঠিত হয়েছে যাতে এটি গ্রাহকের জীবনের প্রতিটি পর্যায়ে আর্থিক সহায়তা দিতে পারে, সঙ্গে রয়েছে 100 বছর পর্যন্ত জীবন বীমার কভারেজ। পলিসিহোল্ডারের মৃত্যু হলে পরিবার পাবে মোট প্রদত্ত প্রিমিয়ামের কমপক্ষে 105% অর্থ ফেরৎ, যা দীর্ঘমেয়াদে সুরক্ষা সুনিশ্চিত করে। পলিসিটির বিশেষ আকর্ষণ ‘সিকিওর পলিসি বেনিফিট’, যা পরিবারকে শুধু এককালীন অর্থই প্রদান করে না, বরং বীমা চলাকালীন ভবিষ্যতের প্রিমিয়াম মকুব করে—তবুও আয় ও ম্যাচিউরিটির সুবিধাগুলি যথারীতি চালু থাকে। এটি পরিবারকে কঠিন সময়ে জরুরি আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি, তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি হতে দেয় না।

এই পরিকল্পনা স্বল্প ও দীর্ঘমেয়াদি উভয় আর্থিক চাহিদার কথা মাথায় রেখে তৈরি। গ্রাহকরা আয়ের নমনীয় পে-আউট অপশন বেছে নিতে পারেন, অথবা ভবিষ্যতের জন্য সেই আয় জমিয়ে রেখে পরে তা তুলে নিতে পারেন। দৈনন্দিন খরচ সামলানো, জরুরি ফান্ড তৈরি কিংবা ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য সঞ্চয়—এই পরিকল্পনা সহজেই মানিয়ে নেয় গ্রাহকের প্রয়োজন অনুযায়ী।

মহিলা পলিসিহোল্ডারদের জন্য রয়েছে অতিরিক্ত 1.5% আয়, যা বন্ধন লাইফ-এর আর্থিক অন্তর্ভুক্তি ও সমতার অঙ্গীকারেরই প্রতিফলন।

এই পরিকল্পনায় প্রিমিয়াম পরিশোধের সময়সীমা 5 থেকে 12 বছর পর্যন্ত, আর পলিসির কভারেজ সর্বোচ্চ 45 বছর পর্যন্ত বা গ্রাহকের 100 বছর বয়স পর্যন্ত চলতে পারে। একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল ‘প্রিমিয়াম অফসেট অপশন’, যা প্রথম তিনটি বার্ষিক প্রিমিয়াম পূর্ণ হওয়ার পর থেকে প্রযোজ্য হয়। এর মাধ্যমে গ্রাহক পলিসি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ব্যবহার করে ভবিষ্যতের প্রিমিয়াম পরিশোধ করতে পারেন—এতে সহজতা ও আর্থিক নমনীয়তা অনেকাংশেই বৃদ্ধি পায়। তাছাড়া, পলিসির প্রথম বছরের পর, গ্রাহক পলিসির সারেন্ডার ভ্যালুর 80% পর্যন্ত ঋণ নিতে পারেন, যা প্রয়োজনের সময়ে তাৎক্ষণিক সহায়তার ক্ষেত্রে অন্য়তম একটি ভরসাযোগ্য উপায়।

বন্ধন লাইফ আই ইনকাম ওয়েল্থ কেবলমাত্র একটি বীমা পলিসি নয়—এটি হল একটি স্থিতিশীল আয় ব্যবস্থা, জীবনের অনিশ্চয়তার বিরুদ্ধে একটি সুরক্ষা, এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্বনির্ভরতার পথে একটি পদক্ষেপ। এই পরিবর্তনশীল সময়ের ভেতর, এখনই সঠিক সময় নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখার এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার।

More From Author

State-level advocacy workshop discusses reproductive health in humanitarian crises

Bank of Baroda Waives Charges on Non-Maintenance of Minimum Balance in Savings Accounts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *