ড্যাফোডিলস-এর উদ্যোগে এবং গীতাঞ্জলির সহযোগিতায় হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হলো বিশ্ব সংগীত দিবস উপলক্ষে এক সান্ধ্য সংগীতা অনুষ্ঠানের

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

হাওড়ার শরৎ সদনে অনুষ্ঠিত হলো বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে এক বিশেষ সঙ্গীতসন্ধ্যা।

ড্যাফোডিলস-এর উদ্যোগে ও গীতাঞ্জলির সহযোগিতায় আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরসম্রাজ্ঞী আরতী মুখার্জী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব দপ্তরের যুগ্ম কমিশনার ও বিশিষ্ট ফটো আর্টিস্ট অনুপম হালদার। তিনি বিশিষ্ট গায়ক রাঘব চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানান এবং আরতী মুখার্জীর হাতে তুলে দেন নিজের তোলা একটি বিশেষ আলোকচিত্র।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন আইকনিক ইভেন্ট প্ল্যানারের ডিরেক্টর এবং অভিনেত্রী ও মডেল সাথী সরকার।

সঙ্গীত সন্ধ্যায় একে একে সুরের পসরা মেলে ধরেন রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, অন্বেষা ব্যানার্জি ও ঝুমকি সেন।

সন্ধ্যা ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান ছিল শ্রোতাদের জন্য এক আবেগঘন ও আনন্দময় অভিজ্ঞতা। সঙ্গীতপ্রেমীরা উপভোগ করেন এক উৎসবমুখর পরিবেশ, যা বিশ্ব সঙ্গীত দিবসকে করে তোলে আরও বিশেষ রকম।

More From Author

জয়েন্ট অডিট কনক্লেভ ২০২৫-এর আয়োজন করল দ্য ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটরস (আইআইএ) ক্যালকাটা চ্যাপ্টার

International Yoga Day Celebrated at Braithwaite & Co. Limited

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *