দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের কেষ্টপুর শাখার উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

১১ই জুন প্রয়াত চিত্তরঞ্জন দাস ও মঞ্জুরানী দাসের স্মৃতিতে অন্নদা ঠাকুরের স্বপ্ন আদিষ্ট আদ্যাপীঠ মন্দিরের কৃষ্ণপুর শাখার উদ্বোধন করেন রাজ্য সরকারের দমকল দপ্তরের মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন জগন্নাথ দেবের স্নানযাত্রার মতো শুভদিনে এই মন্দির উদ্বোধিত হলো শ্রীমৎ অন্নদা ঠাকুরের স্বপ্নকে

সার্থক করে তুলতে আদ্যাপীঠের আদর্শকে বিশ্বের ছড়িয়ে দিয়েছেন সেই ব্রহ্মচারী মুলার ভাইকে ধন্যবাদ জানাই। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই আদ্যাপীঠ মন্দিরের ইতিহাসকে তুলে ধরেন এবং বিশ্বজুড়ে আদ্যাপীঠ মন্দিরের কাজকর্ম ও মানবসেবা বিষয় উপর তুলে ধরেন। এছাড়া এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী, বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী ,স্থানীয় কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান মনীষ মুখার্জি, লোকনাথ মন্দিরের পক্ষে হরিপদ ভৌমিক, আলমবাজার মঠের স্বামী

সারদাত্মানন্দ মহারাজ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ | সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে আদ্যাস্তব, হোম ,পূজা, নারায়ণ সেবা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হলো। এছাড়া একটি অ্যাম্বুলেন্স ওই শাখার জন্য উদ্বোধন করা হয়। আদ্যাপীঠ মন্দিরের পক্ষ থেকে রাজীব ভাই বলেন একই দিনে আমাদের চন্দ্রকোনা শাখায় রক্তদান ,স্বাস্থ্য পরীক্ষা ও নানান কর্মসূচি পালিত হচ্ছে প্রয়াত অধ্যাপিকা সুনিতা মায়ের উপলক্ষে।

ছবি – সুবল সাহা।

More From Author

দুস্থ ও অসহায় “মানুষের পাশে থাকাটাই আমার আসল কাজ” বললেন বিশিষ্ট আলোকচিত্রী শিল্পী শ্রী অনুপম হালদার

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ ২০২৫ এর দ্বিতীয় সংস্করণের জন্য প্রস্তুত লাক্স শ্যাম কলকাতা টাইগার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *