প্রাইম বিচ রিসোর্ট মন্দারমণিতে অনুষ্ঠিত হলো “মিস অ্যাণ্ড মিসেস” ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া – ২০২৫

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর উপস্থিতি ও তাঁর হাত দিয়ে বিজয়িনীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হল ‘ট্যাপশন মিডিয়া’ পরিচালিত ‘মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া ২০২৫’ নামাঙ্কিত সৌন্দর্য্য প্রতিযোগিতার আসর।
গতকাল মধ্যরাত পেরিয়ে শেষ হয় এই সৌন্দর্য্য প্রতিযোগিতা।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা ‘ট্যাপশন মিডিয়া’-র কর্ণধার নিতু শাহ জানিয়েছেন, “১৮ উর্ধ মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসের জাগরণ তথা আত্মশক্তির বিকাশের লক্ষ্যেই আয়োজন করা হয়েছিল এই সৌন্দর্য্য প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অবিবাহিত তরুণী থেকে বিবাহিত নারী এমনকি ‘পৃথুলা নারী’-রাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।
কয়েকটা রাউন্ডের টানটান উত্তেজনা পূর্ণ প্রতিযোগিতার শেষে বিজয়ী প্রতিযোগিণীগণকে সম্মানিত করা হয়।

গতকাল সন্ধ্যায় উপস্থিত অতিথিদের নিয়ে সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সৌন্দর্য্য প্রতিযোগিতার শুভারাম্ভের পর টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম অভিনেত্রী তথা প্রতিযোগিতার অন্যতম বিচারক দেবলীনা দত্ত-র হাত ধরে রাম্পে হেঁটে প্রথমে তাঁকে দর্শকদের সাথে পরিচিত করিয়ে দেন নিতু শাহ।
পরে একে একে অন্য বিচারকদেরও মঞ্চে পরিচিত করান নিতু শাহ।

বলে রাখা ভালো, ‘ট্যাপশন মিডিয়া’ পরিচালিত ‘মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া ২০২৫’ সৌন্দর্য্য প্রতিযোগিতার আসরে বিচারপতি রূপে আসন অলঙ্কৃত করেছিলেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর দুই অভিনেত্রী দেবলীনা দত্ত এবং মৌবনী সরকার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, সৌম্যশঙ্কর বোস ও সুমন পাসারি।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন
রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী সহ রাই কিশোরী ও পুতুল ধর।

সন্ধ্যা থেকে রাত যত গড়িয়েছে সৌন্দর্য্য প্রতিযোগিতা ততই জমে উঠেছে। বিভিন্ন রাউণ্ডের শেষে বিকিনি রাউণ্ড দিয়ে শেষ হয় সৌন্দর্য্য প্রতিযোগিতা। মিস ক্যাটাগরির বিজয়ীরা

দ্বিতীয় রানার আপ – অন্তরা শর্মা
প্রথম রানার আপ – নাভিকা তিওয়ারি
বিজয়ী- মীনাল শর্মা

মিসেস ক্যাটাগরির বিজয়ীরা

দ্বিতীয় রানার আপ – সুমন মেহরা
প্রথম রানার আপ – শ্রাবণী সরকার
বিজয়ী- লেখা জৈন

রেট্রো ক্যাটাগরির বিজয়ীরা

দ্বিতীয় রানার আপ – অমৃতা ধনজাল
প্রথম রানার আপ – কাজরী রায়
বিজয়ী- ছবি মালাকার

প্লাস সাইজ ক্যাটাগরির বিজয়ীরা

দ্বিতীয় রানার আপ – খুশবু সিং
প্রথম রানার আপ – চাঁদনী ঘর শেঠ
বিজয়ী- অর্চনা খুসওয়া।

More From Author

Cycling is Faster than Perceived – Beats Cars in Congested Corridors

Kolkata’s Aritro Ray and 1466 others Lead ALLEN Online to JEE Advanced Glory

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *