ক্ষুদেদের সাঁতার প্রশিক্ষণ “বিধান শিশু উদ্যানে”

Spread the love

মোল্লা জসিমউদ্দিন –

বুধবার প্রতিবছরের মতো এ মরশুমের জন্য বিধান শিশু উদ্যানে সাঁতার প্রশিক্ষণ শুরু হল।এ বছর উদ্যানের নিয়মিত সভ্য সভ্যাদের পাশাপাশি বস্তিবাসী শিশুদেরও সম্পূর্ণ বিনামূল্যে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মূলত পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডুর প্রস্তাবেই এই ব্যবস্থা

এদিনকার এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ড. পার্থ কর্মকার, পুরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, শ্রী শ্যামলাল আগরওয়াল। আগামী দিনে বিধান শিশু উদ্যানে খেলাধুলার নিয়মিত বিভাগগুলোতেও উদ্যান সংলগ্ন বস্তিবাসী শিশুদেরও শামিল করা হবে বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার ।

More From Author

Kolkata ThunderBlades Join UTT Season 6 Action; PBG Return in New Avatar

“দলে অনেক ম্যাচ-উইনার রয়েছে”নিজের মাঠে জয়ের ধারায় ফিরতে দলকে সমর্থন করলেন কেকেআর মেন্টর “ড্ওয়েন ব্রাভো”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *