কলকাতার ইম্পা হাউসে সাংবাদিক সম্মেলন করে মুক্তি পেল বাংলা স্বল্পদৈর্ঘ্যের ছবি “প্রফেসর রে” এর ট্রেলার

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

এই গল্প কলকাতা শহরের একান্যবর্তী পরিবারের।। যেখানে শহরের প্রত্যেকে ফেইসবুক, ইন্সট্রাগ্রাম আর on লাইন গেমে মত্ত সেখানে হাবলু খোলা আকাশ দেখতে অভ্যস্ত, ঘুড়ি ওড়াতে অভ্যস্ত, নানান রকম বিজ্ঞানভিত্তিক মনীষীদের জীবনী পড়তে অভ্যস্ত। হাবলু স্বপ্ন দেখতে আর দেখাতে ভালোবাসে। এক সন্ধ্যায় ছাদে এক আশ্চর্য আলোর সংস্পর্শে এসে সে জ্ঞান হারায়। তার সামনে খুলে যায় এক আলোর দরজা। যেখানে তার সঙ্গে মুখোমুখি হয় আজ থেকে প্রায় নব্বই বছর আগে টাইম মেশিনে নিয়ে কাজ করতে গিয়ে নিরুদ্দেশ হওয়া বিখ্যাত বিজ্ঞানী prof. Ray। এর।

এরপর হাবলু জানতে পারবে এমন গ্রহও আছে যেখানে সময় আমাদের পৃথিবীর নিয়মে চলে না। বয়স বাড়ে না সেই গ্রহে। টাইম স্পেসে আটকে থাকা prof. Ray এর গল্প।। উঠে আসবে অনেক অজানা পৌরাণিক আখ্যান।। অভিজিৎ এর মাস্টার স্ট্রোক এখানেই ,, এই গল্পে প্রফেসর, নব্যকেশর রায় ওরফে প্রফেসর, রে ‘ যে টাইম ট্রাভেলের কথা বলবে তা সম্পূর্ণ আমাদের মহাকাব্য নির্ভর। খাঁটি বাঙালিয়ানায় ভরপুর।।হাবলু জানতে পারবে অনেক লুকানো ইতিহাস যা বর্তমানকেও পাল্টে দেবে।।সেই গল্প শোনবে আমাদের @Prof. Ray।। স্টোরি টেলারের ভূমিকায় প্রখ্যাত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অভিনেতা দেবশঙ্কর হালদারের সাথে অভিনয় করেছেন আরো অনেক থিয়েটোর আর্টিস্ট। নূর ডাক্তারের চরিত্রে অনবদ্য। সাথে রিনির ভূমিকায়
তিয়ানা দত্ত অনবদ্য।। এর আগে অভিজিৎ এর লেখা গল্প ও লোপামুদ্রা মুখার্জি র ডাইরেকশনে “তিথি ও কাবুলিওয়ালা ” ছবিতে তিথির ভূমিকায় নজর কেড়েছে। আলাদা করে বলতে হয় আরভ মুখার্জির কথা।। যাকে নিয়ে এই ছবি ভাবনা। হাবলুর চরিত্রে শে রীতিমতো অবাক করেছে।।

ছোটদের নিয়ে ছবি এই শহর করতে ভুলে গ্যাছে।
বড় হতে হতে আমরা ছোটবেলা যে কবে হারিয়ে ফেলেছি জানি না। ছোটবেলার কত খেলা যে আমরা হারিয়ে ফেলেছি নিজেরাই ভুলে গেছি। ছোটদের নিয়ে এই শহরে গল্প বলার লেখক, পরিচালকরা কালের নিয়মে অন্তরালে। অনেক দিনের জং খাওয়া পুরানো তালা ভাঙলো অভিজিৎ।

বরাবরের মতন একদম ছোটদের জন্য টাইম ট্রাভেল নিয়ে তৈরী করা সাইন্সন্স ফিকশান ছবি নিয়ে আসছে অভিজিৎ এর নতুন ছবি “প্রফেসর রে ” । ডিরেকশন দিয়েছেন লোপামুদ্রা মুখার্জি। আমরা যখন হলিউড নিয়ে ভাবছি তখন এই শহরে বড় ভাবনার ছোট বাজেটের ছবি করে দেখালো অভিজিৎ ও লোপামুদ্রা মুখার্জির টিম। এফ. এম. ডি বাংলা ও চয়নী কলা সঙ্গমের ব্যানারে তৈরি ছবিতে সম্পূর্ণ ছোটদের নিয়ে একটি দুর্দান্ত গান আছে। গেয়েছেন সীমা সরকার দেবনাথ, সুর দিয়েছেন কৌশিক মুখার্জি।।ছবিটা মূলত ফেস্টিভ্যালে ঘোরার পর ডিজিটাল প্লাটফর্ম এ রিলিজ করবে FMD bangla official youtube চ্যানেলে।

এই দিন FMD bnagla chanele এ টিজার ও গানটি মুক্তি পেতে চলেছে।।আপনার চাইলে ছবিটির বিশেষ স্ক্রিনিং এ আসতে পারেন। প্রবেশ সম্পূর্ণ ফ্রি। এক দারুন উদ্যোগ নিয়েছে অভিজিৎ আর লোপামুদ্রা মুখার্জী র টিম একদম টাটকা গল্প নিয়ে আসছে ©প্রফেসর রে।

স্টোরি * কনসেপ্ট * লিরিক্স *ডায়লগ * স্ক্রিনপ্লে ©অভিজিৎ পাল
ক্রিয়েটিভ ডাইরেক্টর : সুমন রায়
ফিল্ম ডিরেক্টর © লোপামুদ্রা মুখার্জী
FMD bnagla & chayani Kala sangam production

More From Author

LVB India Successfully Launches the Tagore Chapter, the First Chapter of LVB Kolkata

Samrat Cinematics extends the song ‘Hai Taiyyar from its film AJEY: The Untold Story of a Yogi to Lucknow Super Giant For IPL 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *