১৫ তম দাওয়াত-ই-ইফতার আয়োজনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন

Spread the love

গোপাল দেবনাথ –

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন কলকাতা শাখার উদ্যোগে তপসিয়া অঞ্চলে মঙ্গলম ব্যাংকোয়েট এ আয়োজিত হল ১৫ তম দাওয়াত-ই-ইফতার। এদিন প্রায় নানা জাতি নানা ধর্মের সমাজের বিভিন্ন পেশার দেড় শতাধিক মানুষ এই মিলন উৎসবে সামিল হয়ে ইফতার এ অংশগ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জী উপস্থিত সদস্য এবং অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উত্তরীয় পরিয়ে সমাজের বিশিষ্টজনদের সম্মানিত করেন। এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান শ্রী শেখ সেলিম, যুব ভাইস প্রেসিডেন্ট আলতামাস সামসি, অভিজিৎ সিনহা, অখিলেশ পাসওয়ান, মহিলা শাখার ভাইস প্রেসিডেন্ট শ্রী মতী রিমি হক, পশ্চিম বর্ধমানের সম্পাদক বুলেট মন্ডল, শিক্ষাবিদ শর্মিলা শাহ, সাংবাদিক আশীষ বসাক, প্রবীণ সাংবাদিক গোপাল দেবনাথ সহ অন্যান্যরা।

More From Author

A Book Launch and ‘The Brain of Bengal’ Felicitation Ceremony Marked the 75th Birthday of Parul Prakashani MD Gourdas Saha

Celebrating Differences: Why Caregiver Inclusion and Classroom Reform Matter This April

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *