পর্বতারোহী পিয়ালী বসাক তার আগামী পর্বত অভিযানের আগে কলকাতার আইকনিকের অফিসে সাক্ষাৎ করে গেলেন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

পর্বতারোহী পিয়ালী বসাক আগামী মাসে পাড়ি দিচ্ছেন ভারত-চিন সীমান্তের সর্ব্বোচ্চ শৃঙ্গ সীমাপম্মা ও চো ওউ তে।মঙ্গলবার কলকাতার বিখ্যাত ইভেন্ট প্লেনার সংস্থা আইকনিকের অফিসে সাক্ষাৎ করলেন তিনি। তাঁর আগামী দিনের লক্ষ্য পূরণের বিষয়ে তিনি জানালেন, এর আগে ২৭

হাজার ফুট উচ্চতার শৃঙ্গ জয় করেছি। পৃথিবীর ৬টি উচ্চতম শৃঙ্গ জয় হয়েছে। কিন্তু এবার ভারত-চিন সীমান্তের এই শৃঙ্গ জয় নতুন স্বপ্ন। ভারতের প্রথম কোনো মহিলা পর্বতারোহী যিনি এই লক্ষ্য পূরণের দিকে চলেছেন বলে জানান। তবে বর্তমান পরিস্থিতিতে যদি সীমান্ত বন্ধ থাকে বিকল্প হিসাবে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা দেবেন বলে

জানান। একইসঙ্গে উল্লেখ করেন যেহেতু তিনি চুঁচুড়ার মেয়ে ফলে আগামী দিনে তিনি চন্দননগরে একটি একাডেমি করার পরিকল্পনা করছেন বলে উল্লেখ করেন। তাঁর আগামী যাত্রার জন্য সংস্থার পক্ষ থেকে ডিরেক্টর সাথী সরকার ও মৃত্যুঞ্জয় রায়ের তাঁকে শুভেচ্ছা জানান।

More From Author

HPWWI Felicitates Over 150 Industry-Ready Graduates in Howrah

Bandhan Bank inks MoU with Indian Air Force to offer Shaurya Salary Account

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *