পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে ‘মধুকর’ প্রাঙ্গনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা

Spread the love

মোল্লা জসিমউদ্দিন –

‘বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে’, হ্যাঁ পল্লি ও প্রকৃতি প্রেমিক কবি কুমুদরঞ্জন মল্লিকের এই কবিতার লাইন আট থেকে আশি প্রত্যেকেই জানে। সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটে ‘মধুকর’ প্রাঙ্গনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা। এবার পনেরো বছরে পড়লো দক্ষিণবঙ্গের

বৃহত্তর এই সাহিত্য মেলা টি।কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন ২০১০ সালে এই সাহিত্য মেলা শুরু করেন। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে অবধি চলে সাহিত্য – সংস্কৃতি বিষয়ক সভাটি।এবার যুগ্ম উদ্বোধক হিসাবে ছিলেন জনাব আনসার মন্ডল (এজিপি – কলকাতা হাইকোর্ট) এবং শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় (সাধারণ সম্পাদক – রবীন্দ্র ভারতী সোসাইটি)। যুগ্ম প্রধান অতিথি হিসেবে ছিলেন পদ্মশ্রী প্রাপক লোকসংগীত শিল্পী শ্রী রতন কাহার ।যুগ্ম অনুষ্ঠান সভাপতি হিসাবে ছিলেন শ্রী দিলীপ বিশ্বাস (ডেপুটি সেক্রেটারি – রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর) এবং জনাব শফিকুল ইসলাম দুলাল ( সাংবাদিক ও সঞ্চালক)। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন শ্রী সমরেন্দু চক্রবর্তী ( মুখ্য আইন প্রশিক্ষক – আরক্ষা প্রশিক্ষণ বিদ্যালয় কলকাতা পুলিশ), শ্রী মধুসূদন ঘোষ (আইসি -মঙ্গলকোট), শ্রী সঞ্জয় ঘোষ ( ভাইস চেয়ারম্যান – বর্ধমান জেলা বার এসোসিয়েশন), শ্রী সমীর মজুমদার ( অবর বিদ্যালয় পরিদর্শক – কলকাতা ১৭ নং চক্র), সোনালী কাজি (সঙ্গীতশিল্পী ও বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম এর নাতনি), ডক্টর রমজান আলি (লেখক), শ্রী মধু সূদন কোঁয়ার (সমাজসেবী), প্রমুখ। সোমবার ১৫ জন কে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় উক্ত কমিটির তরফে। এবার সংবর্ধনা পেলেন শ্রী সমীর গোস্বামী ( প্রাক্তন মুখ্য জনসংযোগ আধিকারিক – ভারতীয় রেল), শ্রী চন্দ্রশেখর বাগ (আইনজীবী – কলকাতা হাইকোর্ট), শ্রী উত্তাল ঘোষ (বর্ষীয়ান সাংবাদিক), শ্রী সত্যকাম বাগচী(নজরুল গবেষক), শ্রী বিশ্বরুপ সিনহা (সাংস্কৃতিক উদ্যোগী), শ্রী তীর্থঙ্কর দে ( শিক্ষাব্রতী), জনাব

আব্দুল জব্বার ( কবি ও সমাজসেবী), প্রসেনজিৎ সামন্ত ( সাংবাদিক), সাহানা খাতুন ( আদালত কর্মী), ঋষিগোপাল মন্ডল (সাংবাদিক), সেখ আনসার আলী (কবি),শ্রী রাধামাধব মুখার্জি(কবি) শ্রী শান্তিময় ঘোষ (গীতিকার) শ্রী জয়ন্ত কুমার ধারা ( প্রাক্তন বনাঞ্চল আধিকারিক), জনাব রেজাউল হক (ব্যবসায়ী) ।আন্তর্জাতিক চিত্রশিল্পী দীপঙ্কর সমাদ্দার এর অনুষ্ঠানে কবি কুমুদরঞ্জন মল্লিক কে নিয়ে লাইভ পেইন্টিং ছবিটি পদ্মশ্রী রতন কাহারের হাতে তুলে দিলেন মেলা কমিটির পক্ষে মোল্লা জসিমউদ্দিন।কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান -” পল্লিকবির চিন্তাধারা কে সামনে রেখে সাহিত্য – সাংস্কৃতিক জগতের মানুষজনদের এক ছাতার তলায় আনার চেষ্টা করি”।

More From Author

Crompton Unveils “TechWithHeart”, elevating everyday living with smart and energy-efficient Solutions

Shaping Future Leaders: Nayanta University shares its Vision in Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *